ফ্লেক্সে সংসদের প্রতীক, বিতর্ক জলপাইগুড়িতে

পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে তৃণমূল ছাত্র পরিষদের তৈরি ফ্লেক্সে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রতীক ব্যবহারের অভিযোগ উঠেছে জলপাইগুড়ি শহরে। শনিবার সকালে শহরের বিভিন্ন মোড়ে ওই একই ফ্লেক্স দেখা যায়। যদিও বিতর্ক দেখা দেওয়ায় দুপুরের মধ্যে সরিয়ে ফেলা হয় ফ্লেক্সগুলি। বিরোধী ছাত্র সংগঠন এসএফআই ও বিদ্যার্থী পরিষদ নেতৃত্বের অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রতীকের অসম্মান করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৫ ০১:৩৪
Share:

তৃণমূলের শুভেচ্ছা ব্যানারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের লোগো। ছবি: সন্দীপ পাল।

পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে তৃণমূল ছাত্র পরিষদের তৈরি ফ্লেক্সে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রতীক ব্যবহারের অভিযোগ উঠেছে জলপাইগুড়ি শহরে। শনিবার সকালে শহরের বিভিন্ন মোড়ে ওই একই ফ্লেক্স দেখা যায়। যদিও বিতর্ক দেখা দেওয়ায় দুপুরের মধ্যে সরিয়ে ফেলা হয় ফ্লেক্সগুলি। বিরোধী ছাত্র সংগঠন এসএফআই ও বিদ্যার্থী পরিষদ নেতৃত্বের অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রতীকের অসম্মান করেছে।

Advertisement

যদিও জেলা তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব সংগঠনের ফ্লেক্সে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রতীক ব্যবহারের অভিযোগ অস্বীকার করে পুলিশের দ্বারস্থ হন। তাদের সংগঠনকে কলঙ্কিত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই ফ্লেক্স লাগানো হয়েছে বলে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় তাঁরা পাল্টা অভিযোগ দায়ের করেন।

এসএফআই, বিদ্যার্থী পরিষদের জেলা নেতাদের অভিযোগ, কোনও একটি ছাত্র সংগঠনের নামে অন্য কেউ টাকা খরচ করে ফ্লেক্স বানিয়ে শহরের বিভিন্ন এলাকায় ঝোলাবেন এই যুক্তি মোটেও বিশ্বাসযোগ্য নয়। উচ্চ মাধ্যমিক স্কুল পরিদর্শক স্বপন সামন্ত বলেন, “সংসদের প্রতীক এভাবে ব্যবহার করা যায় না। ঘটনার খোঁজ নেওয়া হচ্ছে।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন