বাগডোগরা কাঠমান্ডু বিমান শুরু

আজ, বুধবার থেকে কাঠমান্ডু যাওয়ার সরাসরি বিমান চালু হচ্ছে বাগডোগরা বিমানবন্দর থেকে। কলকাতা থেকে বাগডোগড়া হয়ে কাঠমান্ডুর এই উড়ান সপ্তাহে তিন দিন চলবে। রাজ্যের পর্যটন দফতরের উদ্যোগেই একটি বেসরকারি বিমান সংস্থা বাগডোগরা থেকে কাঠমান্ডু সরাসরি উড়ানে আগ্রহী হয়েছে বলে জানানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৪ ০২:০২
Share:

আজ, বুধবার থেকে কাঠমান্ডু যাওয়ার সরাসরি বিমান চালু হচ্ছে বাগডোগরা বিমানবন্দর থেকে। কলকাতা থেকে বাগডোগড়া হয়ে কাঠমান্ডুর এই উড়ান সপ্তাহে তিন দিন চলবে। রাজ্যের পর্যটন দফতরের উদ্যোগেই একটি বেসরকারি বিমান সংস্থা বাগডোগরা থেকে কাঠমান্ডু সরাসরি উড়ানে আগ্রহী হয়েছে বলে জানানো হয়েছে। এত দিন সরাসরি বিমান চলাচল ছিল না বলে পর্যটকদের হয়রান হতে হতো বলে দফতরের আধিকারিকরা স্বীকার করে নিয়েছেন। বাগডোগরা থেকে ভদ্রেশ্বর গিয়ে সেখান থেকে কাঠমান্ডু যাওয়া যথেষ্ট ঝক্কির ছিল বলে মনে করেন রাজ্যের পর্যটন দফতরের যুগ্ম অধিকর্তা সুনীল অগ্রবাল জানিয়েছেন। তাঁর কথায়, “কাঠমান্ডুু ও বাগডোগরা দেশ-বিদেশের পর্যটকদের অন্যতম গন্তব্য। এই দুই বিমানবন্দরের সরাসরি উড়ান না থাকায় পর্যটকদের যথেষ্ট সমস্যা হতো। সে কথা মাথায় রেখেই দফতর দীর্ঘদিন ধরেই সরাসরি উড়ানে আগ্রহী ছিল। তা বাস্তব হচ্ছে।”

Advertisement

পর্যটন দফতর জানিয়েছে, বুধবার উড়ান শুরুর প্রতীকি উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। ২১০ আসনের একটি যাত্রীবাহী বিমান সপ্তাহে তিন দিন বাগডোগরা থেকে দুপুর ১টায় কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হবে। সে দিনই ফিরতি পথে বিকেল ৪টের সময়ে কাঠমান্ডু থেকে রওনা হয়ে ৫টায় বাগডোগরা পৌঁছবে। সন্ধ্যা ৬টার সময়ে কলকাতায় রওনা হবে বিমানটি। সুনীলবাবুর কথায়, “এই উড়ান শুরু হলে বাগডোগরা থেকে কলকাতায় যাওয়ার জন্য সন্ধ্যা বেলায় বিমান পরিষেবাও মিলবে। এটাও ভাল উদ্যোগ।” সকালে বাগডোগরায় আসার জন্য সাড়ে ১১টায় বিমানটি কলকাতা থেকে ছাড়বে বলে জানানো হয়েছে।

সব ধরণের পর্যটকদের কথা মাথায় রেখে বিমান ভাড়া নিয়ন্ত্রণেই রাখা হয়েছে বলে বিমান সংস্থার তরফে দাবি করা হয়েছে। ৩ হাজার টাকায় বাগডোগরা থেকে কাঠমাণ্ডু যাওয়া যাবে। এই বিমানের টিকিট নিয়ে যথেষ্ট চাহিদা শুরু হয়েছে বলে জানানো হয়েছে। প্রথম দিনে কাঠমাণ্ডু যাওয়ার জন্য বাগডোগরা থেকে ১৭০ জন এবং বাগডোগরায় ফেরার জন্য ১১০ জন যাত্রী টিকিট সংরক্ষণ করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement