রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির বক্তব্য নিয়ে বিধিভঙ্গের অভিযোগের বিষয়ে মুখে কুলুপ আঁটলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক তাপস চৌধুরী। সরকারি সূত্রের খবর, রবিবার কলকাতায় নির্বাচন কমিশনার ভিএস সম্পতের ফুল বেঞ্চের সামনে জেলাশাসক তাপস চৌধুরী বলেছিলেন, মানিকবাবু বিরুদ্ধে এফআইআর করা হবে। তাঁকে শোকজ করা হবে। নির্বাচন কমিশনের কাছে ওই কথা বলার পর ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। সোমবার সকালে কলকাতা থেকে বালুরঘাটে ফিরেছেন জেলাশাসক। কিন্তু তিনি কোনও পদক্ষেপ করেননি বলে অভিযোগ। এ দিন জেলাশাসক বলেন, “সাংবাদিকদের কিছু বলব না। যা জানার নির্বাচন কমিশনের কাছে জেনে নিন।” এ দিন মানিকবাবুর সঙ্গে যোগাযোগ প্রথমে তিনি বলেন, “ব্যস্ত আছি।” পরে ফের ফোন করা হলে তিনি বলেন, “পরে কথা বলব।”
গত শুক্রবার বালুরঘাটে জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষকদের কর্মিসভায় পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বক্তব্যের পর রবিবার জেলাশাসকের কাছে আরএসপি বিধিভঙ্গের অভিযোগ করে। এদিন আরএসপির জেলা সম্পাদক বিশ্বনাথ চৌধুরী বলেন, “বিধিভঙ্গের লিখিত অভিযোগ জেলাশাসকের কাছে জমা দেওয়া হয়েছে। কিন্তু জেলাশাসক কী ব্যবস্থা নিলেন তা আমরা জানতে চাইব।” জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায়ের অভিযোগ, “প্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে। তৃণমূলের জন্য এক নিয়ম। আর বিরোধীদের জন্য অন্য নিয়ম। মনোনয়নের সময় তৃণমূলের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ করলেও জেলা নির্বাচন আধিকারিক কোনও ব্যবস্থা নেননি।”
একইভাবে বিজেপি সাধারণ সম্পাদক শুভেন্দু সরকারের অভিযোগ, “দলের তরফে নির্বাচনী বিধিভঙ্গের দুটি অভিযোগ করা হলেও প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা কলকাতায় নির্বাচন কমিশনেকে জানাব।” কংগ্রেস প্রার্থী ওমপ্রকাশ মিশ্র বলেন, “বালুরঘাটের সভায় পর্ষদ সভাপতি মানিকবাবুর বক্তব্য নিয়ে রবিবার প্রদেশ নেতৃত্ব নির্বাচন কমিশনারের কাছে মৌখিক অভিযোগ করেছেন। প্রদেশ নেতৃত্বের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেব।”