কলেজে উপস্থিতির হার কম থাকায় মুচলেকা দিয়ে পরীক্ষার ফর্ম ভর্তি করতে হল আলিপুরদুয়ার কলেজের পড়ুয়াদের। পঠনপাঠনের মান উন্নত করতেই এই পদক্ষেপ বলে দাবি কর্তৃপক্ষের।
কয়েক আগে অধ্যক্ষের ঘরে ভাঙচুরের জন্য কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নিয়ন্ত্রিত ছাত্র সংসদ ভেঙে দেয় পরিচালন সমিতি। তার পরে এক শিক্ষক আর এক শিক্ষকে মারতে উদ্যোগী হলেও পরিচালন সমিতি ঘটনাটি নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে। বুধবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শৈলেন দেবনাথ জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরীক্ষায় বসতে গেলে শিক্ষা দিবসের ৭৫ শতাংশ দিন ক্লাসে উপস্থিত থাকতে হয় পড়ুয়াকে। সোমবার থেকে কলেজের বার্ষিক পরীক্ষার ফর্ম ফিলাপ শুরু হলে দেখা যায় কয়েকশো পড়ুয়া ৭৫ শতাংশ দিন উপস্থিত ছিলেন না। দুদিন আন্দোলনের জের ফর্ম ফিলাপ বন্ধ ছিল। পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পড়ুয়ারা মুচলেকা দেবেন আগামী শিক্ষাবর্ষে তাঁরা ৭৫ শতাংশ উপস্থিত থাকবেন, তাহলেই তাঁদের ফর্ম ফিলাপ করতে দেওয়া হবে। পরিচালন সমিতির সদস্য জহর মজুমদার বলেন, “আলিপুরদুয়ার কলেজের শিক্ষার মান বাড়তে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। পড়ুয়ারা বিষয়টি বুঝতে পারছে।” তৃণমূল ছাত্র পরিষদের নেতা বিল্টু সূত্রধর জানান, আমরা ছাত্র ছাত্রীদের বলেছি তারা যেন আগামী শিক্ষা বর্ষে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে কলেজে ক্লাসে উপস্থিত থাকেন।