যাদবপুরের সমর্থনে মিছিল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সেখানকার ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা। সেই সঙ্গে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং উত্তরবঙ্গ ডেন্টাল কলেজের জুনিয়র চিকিৎসক এবং ছাত্রছাত্রীদের একাংশও যাদবপুরের ঘটনার প্রতিবাদে মিছিল করেন শহরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪৭
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আন্দোলনের সমর্থনে মিছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। সোমবার শিলিগুড়িতে বিশ্বরূপ বসাকের তোলা ছবি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সেখানকার ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা। সেই সঙ্গে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং উত্তরবঙ্গ ডেন্টাল কলেজের জুনিয়র চিকিৎসক এবং ছাত্রছাত্রীদের একাংশও যাদবপুরের ঘটনার প্রতিবাদে মিছিল করেন শহরে।

Advertisement

সোমবার বেলা দেড়টা নাগাদ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ল’ মোড় থেকে শুরু করে গোটা ক্যাম্পাস ঘোরে মিছিল। ঘটনার প্রতিবাদ ছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের জোরাল দাবি ওঠে। উদ্যোক্তা ছাত্রছাত্রীদের অভিযোগ, এ দিনের মিছিল যাতে না করা হয় সে জন্য সর্বতোভাবে চেষ্টা করেছে তৃণমূল ছাত্র পরিষদ। অভিযোগ, পড়ুয়াদের কাছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষে জানানো হয়েছিল তাঁরা যেন র্যালিতে না যান। রাজনীতিতে যুক্ত না হন। ছাত্রী হস্টেলেও এ ব্যাপারে প্রচারও চালান হয় বলে অভিযোগ। তা উপেক্ষা করেই এ দিন ছাত্রছাত্রীদের একটা বড় অংশ মিছিলে যোগ দেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা, অভিযুক্ত উপাচার্য এবং সরকারের ভূমিকার বিরুদ্ধে সরব হন।

তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি নির্ণয় রায় বলেন, “কাউকে বাধা দেওয়ার প্রয়োজন আমাদের নেই। অতি বামপন্থী কিছু পড়ুয়া মিছিল করেছে বলে শুনেছি।”

Advertisement

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসক এবং ছাত্রছাত্রীদের একটা অংশ এ দিন কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল বার করে। ক্যাম্পাস ছাড়াও কলেজ লাগোয়া রাস্তাতেও তারা মিছিল করেন। পরে রাজ্য সরকারের বিরুদ্ধে ঘটনার প্রতিবাদে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান। এ দিনের মিছিল কোনও রাজনৈতিক ব্যানারের ছত্রছায়ায় হোক, তা চাননি পড়ুয়ারা। এ দিন সাধারণ ছাত্রছাত্রীদের মিছিলের কৃতিত্ব ছাত্র পরিষদ নিতে চেয়েছিল বলে অভিযোগ। ছাত্র পরিষদ তা অস্বীকার করেছে। ছাত্র পরিষদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বে থাকা রোনাল্ড দে বলেন, “আমরা কখনই সাধারণ ছাত্রছাত্রীদের কৃতিত্ব দাবি করিনি। সাধারণ ছাত্রছাত্রীদের এ দিনের আন্দোলনের প্রতি আমাদের সমর্থন রয়েছে।”

ছাত্রছাত্রীরা জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তার প্রতি তাঁরা তীব্র ধিক্কার জানাচ্ছেন। উপাচার্যের পদত্যাগ, দোষী পুলিশ কর্মীদের শাস্তি ও শ্লীলতাহানির অভিযোগের তদন্ত যথাযথ ভাবে করার দাবি তোলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement