শিলিগুড়ির পানশালায় গুলি, গ্রেফতার যুবক

এক তরুণীর সঙ্গে দুই যুবকের সম্পর্ক নিয়ে গুলির লড়াই চলল শিলিগুড়ির পানশালায়। ঘটনায় জড়িত সন্দেহে বুধবার শিলিগুড়ির মাটিগাড়া থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মাছ ব্যবসায়ী ওই যুবকের বিরুদ্ধে বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র রাখা ও গুলি চালানোর অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement

কিশোর সাহা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৪ ০৩:১০
Share:

এক তরুণীর সঙ্গে দুই যুবকের সম্পর্ক নিয়ে গুলির লড়াই চলল শিলিগুড়ির পানশালায়। ঘটনায় জড়িত সন্দেহে বুধবার শিলিগুড়ির মাটিগাড়া থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মাছ ব্যবসায়ী ওই যুবকের বিরুদ্ধে বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র রাখা ও গুলি চালানোর অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement

ঘটনার পর শিলিগুড়ির পুলিশ কমিশনার জগমোহন শহরে রাতে পুলিশকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। শিলিগুড়ির ডিসি (সদর) অংমু গ্যামসো পাল বলেন, “এক তরুণীকে নিয়ে দু’টি গোষ্ঠীর মধ্যে গোলমালের জেরে মারপিট।” বাকি অভিযুক্তদের এখনও ধরা যায়নি। উদ্ধার হয়নি ব্যবহৃত রিভলভারও।

পুলিশ সূত্রের খবর, ঘটনার সূত্রপাত রবিবার রাতে। শিলিগুড়ির প্রধাননগর থানার দাগাপুর এলাকার ওই পানশালায় সে দিন রাতে ৬ জন যুবক ঢোকেন। সঙ্গে ছিলেন এক তরুণীও। পানশালার ছিল আর এক দল যুবক। তাঁরাও পেশায় ব্যবসায়ী। এক জন দাবি করেন, ওই তরুণী তাঁর বান্ধবী ছিলেন। ওই যুবক তাঁকে আপত্তিকর এসএমএস করেন বলে অভিযোগ। তা নিয়েই মারপিট বাঁধে দু’দলে। সোমবার রাতে ফের পানশালায় হানা দেন ওই তরুণীর সঙ্গীরা। অভিযোগ, মত্ত অবস্থায় তাঁরা পানশালার ছাদে গুলি ছোড়েন। পালাতে গিয়ে দুই তরুণী সহ অন্তত ৯ জন জখম হন। পানশালার বাইরে এসে ফের শূন্যে গুলি ছোড়েন যুবকেরা। মঙ্গলবার পানশালা কর্তৃপক্ষ এফআইআর করে। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পরে প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য বলেন, “আইনশৃঙ্খলার পরিস্থিতি উত্তরোত্তর খারাপ হচ্ছে শহরের।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement