সাফাইয়ে প্রতীকি অভিযান পুরসভার

পুর এলাকা পরিচ্ছন্ন রাখতে সাতদিনের প্রতীকি সাফাই অভিযানে নামার পরিকল্পনা নিল শিলিগুড়ি পুরসভা। সোমবার শিলিগুড়ি পুর ভবনে পুর প্রশাসক,স্বেচ্ছাসেবী সংস্থা, ব্যবসায়ী সংগঠন,পুলিশ ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। আগামী ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এই অভিযান চলবে। অভিযানের শেষ দিনে শহর জুড়ে মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে। শহরকে পরিচ্ছন্ন রাখতে ঘটা করে এই ধরণের অনুষ্ঠানের কতটা প্রয়োজন রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০২:২০
Share:

পুরসভার বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। নিজস্ব চিত্র।

পুর এলাকা পরিচ্ছন্ন রাখতে সাতদিনের প্রতীকি সাফাই অভিযানে নামার পরিকল্পনা নিল শিলিগুড়ি পুরসভা। সোমবার শিলিগুড়ি পুর ভবনে পুর প্রশাসক,স্বেচ্ছাসেবী সংস্থা, ব্যবসায়ী সংগঠন,পুলিশ ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। আগামী ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এই অভিযান চলবে। অভিযানের শেষ দিনে শহর জুড়ে মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে। শহরকে পরিচ্ছন্ন রাখতে ঘটা করে এই ধরণের অনুষ্ঠানের কতটা প্রয়োজন রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য।

Advertisement

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী অবশ্য এই মিছিল ও সাফাই অভিযানকে প্রতীকের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান না। তিনি বলেন,“এই সপ্তাহব্যপী অভিযানে সাফাইয়ের শুরু। মানুষ যাতে উজ্জীবিত হয়ে সাফাইয়ে অংশ গ্রহণ করে তার জন্য লাগাতার প্রচারও চালানো হবে।” এই উদ্দেশ্যে ফেস্টুন, ব্যানার, প্ল্যাকার্ড তৈরি করে পুরসভা পথে নামবে বলে এদিন জানানো হয়েছে। সচেতনতা প্রচারে পথনাটিকারও আয়োজন করা হয়েছে। তাঁদের আমলে প্রচার ও অনুষ্ঠান করে সাফাই করার দরকার হয়নি বলে জানিয়েছেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। তিনি বলেন, “পুরসভার কাজই হল পরিষেবা দেওয়া। তার জন্য আলাদা করে মিছিল করতে হয় বলে কখনও শুনিনি। আমরা এত বছরে অনেক কাজ করেছি। তার জন্য আলাদা করে অনুষ্ঠান করতে হয়নি।” এই সরকার প্রাসঙ্গিকতা হারিয়ে এ ধরণের হাস্যকর পদক্ষেপ নিচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন।

গোটা সপ্তাহ ধরে বিভিন্ন এলাকায় গিয়ে সাফাই চলবে। প্রথম দিন ১৭ সেপ্টেম্বর বিধান মার্কেটে সাফাই অভিযান শুরু হবে। ওইদিন অভিযানে সামিল হবেন গৌতমবাবু। ১৮ সেপ্টেম্বর মহাবীরস্থান, ১৯ সেপ্টেম্বর হায়দরপাড়া, ২০ সেপ্টেম্বর গেটবাজার, ২১ সেপ্টেম্বর চম্পাসারির রেগুলেটেড মার্কেট, ২২ সেপ্টেম্বর ফুলেশ্বরীতে সাফাই অভিযান চলবে। শেষদিন ২৩ সেপ্টেম্বর বিধান রোডের সামনে থেকে মিছিল করা হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন