হ্যাকার-হানা চাঁচল কলেজের ওয়েবসাইটে

চাঁচল কলেজের ওয়েবসাইট খুললেই ভেসে উঠছে পাকিস্তানের পতাকা। স্ক্রিনে ভেসে উঠছে শব্দ, ‘‘হ্যালো সবাই শুনছেন? এটা পাকিস্তানি আর্মি। এটা পাকিস্তানি হ্যাকার।’’ পাশাপাশি রয়েছে জেহাদি মন্তব্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৫ ০১:৩২
Share:

এমনই ছবি দেখা যাচ্ছিল চাঁচল কলেজের ওয়েবসাইটে। নিজস্ব চিত্র।

চাঁচল কলেজের ওয়েবসাইট খুললেই ভেসে উঠছে পাকিস্তানের পতাকা। স্ক্রিনে ভেসে উঠছে শব্দ, ‘‘হ্যালো সবাই শুনছেন? এটা পাকিস্তানি আর্মি। এটা পাকিস্তানি হ্যাকার।’’ পাশাপাশি রয়েছে জেহাদি মন্তব্য। মঙ্গলবার বিষয়টি নজরে আসার পর প্রথমে ঠাহর করতে না পারলেও পরে কলেজ কর্তৃপক্ষ বুঝতে পারে ওয়েবসাইট হ্যাক হয়েছে। এরপরেই তড়িঘড়ি পুলিশে অভিযোগ জানানো হয়। বিষয়টি জানানো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও।

Advertisement

নিজেকে পাকিস্তানি সাইবার হ্যাকার বলে দাবি করে পারওয়াজ নাম দিয়ে কলেজের ওয়েবসাইটটি হ্যাক করাই শুধু নয়, ভারতের সব সাইট তারা নিমেষে হ্যাক করতে পারে বলেও হুমকি দেওয়া হয়েছে। এদিন কলেজের ওয়েবসাইট খুলতে গিয়ে বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসার পর কলেজের ছাত্র-শিক্ষক মহলের পাশাপাশি জেলা পুলিশ ও গোয়েন্দা মহলেও চাঞ্চল্য ছড়ায়। কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করার পিছনে কী কারণ থাকতে পারে তা নিয়ে ধন্দে পড়েছে পুলিশও। ভারত বিরোধী মন্তব্য ছড়িয়ে দিতে প্রকৃতপক্ষে কোনও পাকিস্তানি হ্যাকার এ কাজ করেছে, নাকি নিছক মজা করতে কেউ এ কাজ করেছে খতিয়ে দেখা হচ্ছে তা।

চাঁচলের এসডিপিও রানা মুখোপাধ্যায় জানান, কলেজের অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এটা সাইবার ক্রাইম। ফলে বিষয়টি জেলা সাইবার ক্রাইম দফতরে জানান‌ো হয়েছে। তিনি বলেন, ‘‘কারা ওই ঘটনার পিছনে রয়েছে, বা কী উদ্দেশ্য এটা করা হয়েছে সাইবার ক্রাইম সেল তা খতিয়ে দেখছে।’’

Advertisement

কলেজ সূত্রে জানা গিয়েছে, ওই ওয়েবসাইটে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য, বিভিন্ন বিষয়ের বিজ্ঞপ্তি ছাড়াও একটি শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। ওয়েবসাইট হ্যাক হয়েছে এই ঘটনার কথা জানাজানি হতেই শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জেলা সাইবার সেল সূত্রে জানা গিয়েছে, কলেজ সহ বিভিন্ন সংস্থার ওয়েবসাইট যে সংস্থাগুলিকে দিয়ে করানো হয়, অনেকসময় পাওনাগন্ডা নিয়ে ঝামেলার জেরে তারা সাইট হ্যাক করেছে এমন নজির রয়েছে। তবে এখানে ভারত বিরোধী মন্তব্য থাকায় ধন্দ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করে জেহাদ ছড়ানোর কোনও নতুন ছক কষা হচ্ছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপেশ লাহিড়ী বলেন, ‘‘যে সংস্থা কলেজের ওয়েবসাইট তৈরি করেছিল, তাদের সম্পর্কে কোনও তথ্য কলেজে পাওয়া যাচ্ছে না। আমরা খোঁজ শুরু করেছি।’’

কলেজের ছাত্র সংসদের জিএস মহম্মদ ফিরদৌস ইসলাম বলেন, ‘‘বিষয়টি দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত। তাই উপযুক্ত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement