মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে মঞ্চ বাঁধার তোড়জোড় চলছে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। ছবি: নারায়ণ দে
আলিপুরদুয়ারবাসীর স্বপ্নপূরণে বাকি মাত্র আর দুটো দিন। আগামী বুধবার, ২৫ জুন দুপুর তিনটে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এসে নতুন জেলার আনুষ্ঠানিক ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সেই নির্দেশ এসে গিয়েছে মহকুমা পুলিশ-প্রশাসনের কর্তাদের কাছে। শহরের প্যারেড গ্রাউন্ডে বৃষ্টির মধ্যেই জোর কদমে কাজ চলছে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান মঞ্চ তৈরির। জেলা উপহার পাওয়ায় মমতা বরণে তৈরি আলিপুরদুয়ার।
শহরকে দুই দিন দীপাবলির রাতের মত আলোক সজ্জায় সাজানোর কথা ঘোষণা করেছে ব্যবসায়ী এবং তৃণমূল কংগ্রেস নেতারা। ‘ঐতিহাসিক’ জেলা ঘোষণার দিনে বিপুল জনসমাগম করতে পথে নেমেছেন তৃণমূল নেতৃত্ব। এ দিন দলের প্রস্তুতি সভায় বিভিন্ন ব্লক ও জেলা নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপনের জন্য বিভিন্ন ব্লক থেকে সাধারণ মানুষকে নিয়ে আসতে হবে। জলাপাইগুড়ি জেলার তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তী বলেছেন, “আগামী ২৫ জুন দুপুর ৩টায় মুখ্যমন্ত্রী জেলার ঘোষণা করবেন।”
সৌরভবাবু জানান, কাল মঙ্গলবার, আলিপুরদুয়ারের প্রথম জেলাশাসক ও পুলিশ সুপার তাঁদের অফিসের দায়িত্ব বুঝে নেবেন। ২৫ জুন নতুন অধ্যায় শুরু হতে চলেছে। দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা বিপুল জনসমাগম করার সিদ্ধান্ত নিয়েছি। বহু মানুষ ওই দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবেন। তৃণমূল নেতা জহর মজুমদার জানান, মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য ওই দিন রাস্তার দু’ধারে মহিলারা সারি বেঁধে দাঁড়িয়ে শঙ্খধ্বনি করবেন।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, অনুষ্ঠানে উত্তরবঙ্গের সমস্ত সাংসদ ও বিধায়কদের আমন্ত্রণ জানানো হচ্ছে। অনুষ্ঠান মঞ্চে মোট ৭০ জন অতিথি বসার জয়াগা করা হচ্ছে। বর্ষার মরসুম থাকায় নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে, ১০ হাজার অতিথির মাথার উপর যাতে ত্রিপল থাকে সেই ব্যবস্থা করতে হবে। রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি-সহ অন্য সচিবেরাও আলিপুরদুয়ারে উপস্থিত থাকবেন। ইতিমধ্যে আলিপুরদুয়ার সার্কিট হাউস-সহ নানা বাংলো সাজানোর কাজও চলছে। আলিপুরদুয়ার টাউন ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিতোষ দাস জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য ২৪ ও ২৫ জুন রাতে শহর আলোয় সাজাতে মানুষের কাছে আবেদন জাননো হয়েছে। পাশাপাশি, টাউন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আলিপুরদুয়ারের চৌপথীতে ২৪ জুন সন্ধ্যায় আতসবাজি পোড়ানো হবে।
দলমতনির্বিশেষে সকলেই যে এই প্রস্তুতিতে যে মেতেছেন তা সিপিএমের আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান অনিন্দ্য ভৌমিকের কথায় স্পষ্ট হয়েছে। তিনি বলেন, “কাল ২৪ জুন দলমত নির্বিশেষে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শোভাযাত্রার পরিকল্পনা হয়েছে।”