জিতেই করোনা আক্রান্ত নওদার তৃণমূল বিধায়ক, ভর্তি হাসপাতালে

সোমবার করোনা পরীক্ষায় তাঁর সংক্রমণ ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নওদা শেষ আপডেট: ০৪ মে ২০২১ ০০:৪৫
Share:

প্রতীকী ছবি।

সোমবার করোনা আক্রান্ত হলেন মুর্শিদাবাদ জেলার নওদা কেন্দ্রের সদ্য বিজয়ী বিধায়ক সাহিনা মমতাজ খান। এ দিন সন্ধ্যায় তাঁকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে।

Advertisement

২০২১-এর বিধানসভা নির্বাচনে ৭৪,১৫৩ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাহিনা। রবিবার ফলপ্রকাশের দিনেই তিনি কিছুটা অসুস্থ ছিলেন বলে শোনা গিয়েছে। সোমবার করোনা পরীক্ষায় তাঁর সংক্রমণ ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সূত্রে জানা গিয়েছে, তিনি স্বাভাবিক ভাবে খাওয়াদাওয়া করছেন, শ্বাসকষ্টও বিশেষ নেই। তবে শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম।

তাঁর পরিবারের বাকিরাও এখন নিভৃতবাসে রয়েছেন। তাঁদের করোনা পরীক্ষা হয়েছে। ফল এলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন