বিসিএসে নম্বর-দুর্নীতির অভিযোগ, বিক্ষোভ

বিক্ষোভকারীদের অভিযোগ, এক পরীক্ষার্থী বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ১৩ পাওয়া সত্ত্বেও নিয়মনীতি ভেঙে তাঁকে ১৩৪ নম্বর দেওয়া হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৮ ০৩:৫৫
Share:

প্রতীকী ছবি

প্রথমে ১৩ পাওয়া সত্ত্বেও ১৩৪ করা হয়েছে এবং কিছু না-লেখা সত্ত্বেও ১৬২ দেওয়া হয়েছে বলে অভিযোগ।

Advertisement

ডব্লিউবিসিএস পরীক্ষায় খাতা দেখার ক্ষেত্রে এই ধরনের অনিয়মের অভিযোগ তুলে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাল বিভিন্ন কর্মী সংগঠন। বৃহস্পতিবার বেলা দেড়টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ওই বিক্ষোভ-কর্মসূচিতে ছিলেন সরকারি কর্মী ইউনিয়ন, কো-অর্ডিনেশন কমিটি, আশা, নবপর্যায়, সেভ ডেমোক্র্যাসি, ফরওয়ার্ড ব্লকের স্টিয়ারিং কমিটির সদস্যেরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, এক পরীক্ষার্থী বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ১৩ পাওয়া সত্ত্বেও নিয়মনীতি ভেঙে তাঁকে ১৩৪ নম্বর দেওয়া হয়েছিল। মেন পরীক্ষায় ইংরেজিতে সেই পরীক্ষার্থী একটিও প্রশ্নের উত্তর না-লেখায় প্রথমে শূন্য পেয়েছিলেন। কিন্তু পরে তাঁকে ১৬২ নম্বর দেওয়া হয়। বিক্ষোভকারীদের আরও বক্তব্য, প্রথমে পরীক্ষক এবং পরে মুখ্য পরীক্ষক প্রতিটি খাতা পরীক্ষা করেন। কিন্তু পদমর্যাদায় পরীক্ষক ছিলেন মুখ্য পরীক্ষকের উপরে। এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং চেয়ারম্যানের পদত্যাগের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা।

Advertisement

বিষয়টি নিয়ে তারা রাজ্যপালের দ্বারস্থ হবে বলে জানিয়েছে বিজেপির সরকারি কর্মচারী পরিষদ। পিএসসি-র চেয়ারম্যান দীপঙ্কর দাশগুপ্ত বলেন, ‘‘অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গড়া হয়েছে। আশা করছি, দ্রুত রিপোর্ট পাওয়া যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন