Sundarbans

পর্যটকদের চাপেই কি দূরে সরে যাচ্ছে বাঘ

রিপোর্টে দেখা যাচ্ছে, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বসিরহাট রেঞ্জে আগের সমীক্ষার তুলনায় পাঁচটি বাঘ বেড়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২০ ০৪:১৮
Share:

ফাইল চিত্র।

সুন্দরবনে পর্যটকদের আকর্ষণ মূলত সজনেখালিকে ঘিরে। কিন্তু বন দফতরের বাঘশুমারির রিপোর্ট বলছে, সজনেখালিতেই গত তিন বছরে বাঘের সংখ্যা (১৪ থেকে ১০) কমেছে। ডোরাকাটার সর্বাধিক বৃদ্ধি বাংলাদেশ লাগোয়া এলাকা সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের প্রান্তে (১৬ থেকে ২৪)। পর্যটকের চাপে বাঘেরা আরও গভীর অরণ্যে সরে যাচ্ছে কি না, উঠছে প্রশ্ন।

Advertisement

রিপোর্টে দেখা যাচ্ছে, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বসিরহাট রেঞ্জে আগের সমীক্ষার তুলনায় পাঁচটি বাঘ বেড়েছে। বনকর্তাদের অভিমত, সজনেখালির বাঘেরা বসিরহাট রেঞ্জে সরে যেতে পারে। তাই সজনেখালিতে চারটি কমলে বসিরহাটে পাঁচটি বেড়েছে। বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে, মানুষের থেকে দূরত্ব বজায় রাখতেই ভালবাসে বাঘ। তাই নিরুপদ্রব জায়গায় সরে যাওয়া অসম্ভব নয়।

বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বুধবার বাঘশুমারির রিপোর্ট প্রকাশ করেছেন। রাজ্যের হিসেবে ২০১৬-১৭ সালের থেকে ২০১৯-২০ সালে গোটা সুন্দরবনে বাঘের সংখ্যা (৮৭ থেকে ৯৬) বেড়েছে। কেন্দ্রীয় সংস্থা ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার ২০১৮-১৯ সালের সমীক্ষায় ৮৮টি বাঘের কথা বলা হয়েছিল। সেই হিসেবে এক বছরে বেড়েছে আটটি। বন দফতর জানায়, এ বার ৭১৪ জোড়া ক্যামেরা-ফাঁদ পেতে গণনায় অনেক নিখুঁত তথ্য পাওয়া গিয়েছে।

Advertisement

পৃথিবীতে সুন্দরবনই একমাত্র ম্যানগ্রোভ অরণ্য, যেখানে বাঘের বাস। সেখানে বাঘ বাড়ায় আনন্দিত বন্যপ্রাণপ্রেমীরা জানান, সংখ্যা বৃদ্ধি সফল সংরক্ষণেরই প্রমাণ। এ বার নিরাপত্তা, ব্যয়বরাদ্দও বাড়াতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন