Coronavirus

পার্ক সার্কাসের শিশু হাসপাতালে নার্স-সহ ১৫ জন করোনা আক্রান্ত

সম্প্রতি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের ডাক্তার, নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা সংক্রমিত হওয়ার পর, বন্ধের মুখে ওই হাসপাতাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ মে ২০২০ ২১:৪২
Share:

প্রতীকী ছবি

পার্ক সার্কাসের একটি হাসপাতালে ১৫জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হলেন। কিছু দিন আগে ‘ইনস্টিটিউট অব চাইন্ড হেল্থ’ এর একজন নার্স করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার পর সংক্রমণের ভয়ে বেশ কয়েকজন নার্সকে পাঠানো হয়েছিল কোয়রান্টিনে। তাঁদের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ১৩ জনের কোভিট-১৯ রিপোর্ট পজিটিভ আসে। ২জন আয়াও আক্রান্ত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর।

Advertisement

বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বেগে রয়েছেন রোগীর পরিবার থেকে শুরু করে সেখানকার কর্মীরা।ওই নার্সরা কী ভাবে আক্রান্ত হলেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

সম্প্রতি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের ডাক্তার, নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা সংক্রমিত হওয়ার পর, বন্ধের মুখে ওই হাসপাতাল। এ বার ‘ইনস্টিটিউট অব চাইন্ড হেল্থ’-এ একসঙ্গে এত জন করোনায় আক্রান্ত হওয়ার পরপরিস্থিতি উদ্বেগজনক। তবে চিকিৎসাধীন শিশুরা সুরক্ষিত আছে বলে হাসপাতাল সূত্রে খবর।

Advertisement

সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে হাসপাতালের বিভিন্ন চত্বরে জীবাণুনাশক প্রক্রিয়া চলছে। যদিও এই ঘটনা নিয়ে স্বাস্থ্য দফতরের তরফে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত ৭, নতুন করে আক্রান্ত ৮৫

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেনআপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন