Abduction of Child

ওড়িশায় শিশুকে অপহরণের পর একের পর এক শহরে গা-ঢাকা! পুরী হয়ে কলকাতায় পালানোর পথে ধরা পড়লেন পূর্ব মেদিনীপুরে

খাবার কিনতে যাওয়ার নাম করে বিশাল ওই শিশুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। দীর্ঘ ক্ষণ কেটে যাওয়ার পরেও বিশাল বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন ওই শিশুর মা-বাবা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ২৩:০৭
Share:

— প্রতীকী চিত্র।

ওড়িশা থেকে শিশুকে অপহরণ করে পালিয়ে আসছিলেন কলকাতায়। দেড় লক্ষ টাকা মুক্তিপণও চেয়েছিলেন। শেষে পূর্ব মেদিনীপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করল ওড়িশা পুলিশ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, উদ্ধার করা হয় দু’বছর বয়সি ওই শিশুকন্যাকেও। ধৃত বিশাল বাবান মোহিতে সম্পর্কে ওই শিশুর মেসোমশাই।

Advertisement

ঘটনাটি ঘটেছে ওড়িশার গঞ্জাম জেলার ব্রহ্মপুর শহরের কাছে বৈদ্যনাথপুর এলাকায়। পিটিআই অনুসারে, খাবার কিনতে যাওয়ার নাম করে বিশাল ওই শিশুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। দীর্ঘ ক্ষণ কেটে যাওয়ার পরেও বিশাল বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন ওই শিশুর মা-বাবা। বিশালের মোবাইলও সুইচ্‌ড অফ আসছিল। অনেক ক্ষণ পরে বিশাল নিজেই বাড়িতে ফোন করেন। তিনি জানান, ওই শিশুকে নিয়ে তিনি ব্রাহ্মণীগাঁও এলাকায় একটি বাড়িতে গিয়ে উঠেছেন।

শিশুর পরিবারের সদস্যেরা সেখানে পৌঁছোনোর পরে কাউকে দেখতে পাননি। পরে শিশুর মায়ের কাছে গজপতি জেলার একটি ঠিকানা পাঠান অভিযুক্ত। সেখানেও তাঁদের খোঁজ পাওয়া যায়নি। শেষে সন্তানকে ফেরত দেওয়ার জন্য দেড় লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে বসেন বিশাল। পরিবারের সদস্যেরা গত শুক্রবার বৈদ্যনাথপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। ব্রহ্মপুরের পুলিশ সুপার শ্রবণ বিবেক এম জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই একটি দল তল্লাশি অভিযানে নামে।

Advertisement

পুলিশ সুপার জানান, গোপন সূত্রে প্রথমে পুলিশের কাছে খবর আসে অভিযুক্ত পুরীতে গা ঢাকা দিয়েছেন। তবে পুলিশের দল পুরীতে পৌঁছোনোর আগেই অভিযুক্ত সেখান থেকে ভুবনেশ্বরে পালিয়ে যান। তার সেখান থেকে বাস ধরে কলকাতার দিকে চলে আসার চেষ্টা করেন তিনি। শেষে পূর্ব মেদিনীপুর থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করে ওড়িশা পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement