SIR in West Bengal

বঙ্গের দুই জেলায় বিশেষ নিবিড় সংশোধনের গুরুত্বপূর্ণ পর্ব শেষ, জানিয়ে দিল নির্বাচন কমিশন

কমিশন সূত্রের খবর, ‘ম্যাপিং’-এর ক্ষেত্রে সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকার সঙ্গে ২০০২ সালের এসআইআর-তালিকা মিলিয়ে দেখা হচ্ছে। ম্যাপিং’-এ মিল থাকা ভোটারদের নতুন করে নথিপত্র, প্রমাণ বা যাচাইয়ের প্রয়োজন হবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৯:৩৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

রাজ্যের দুই জেলায় ভোটা তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ম্যাপিং এবং আপলোডিংয়ের গুরুত্বপূর্ণ অংশের কাজ শেষ হয়েছে। সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল ওই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সব জেলার নির্বাচনী আধিকারিককে সঙ্গে বৈঠক করেন। সেখানেই উঠে এসেছে ওই তথ্য।

Advertisement

কমিশন সূত্রের খবর, সব জেলাতেই ম্যাপিং এবং আপলোডিংয়ের কাজ দ্রুততার সঙ্গে করা হচ্ছে। সিইও দফতর সূত্রে খবর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ওই কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। ঝাড়গ্রামের ক্ষেত্রে ৭৪ শতাংশ ভোটার তালিকা মিলে গিয়েছে। বাকি জেলাগুলিতে আগামী ১৫ অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে বলে সিইও দফতর মনে করছে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ম্যাপিংয়ের কাজ শ্লথ গতিতে চলছে। সিইও দফতর জানাচ্ছে, ওই এলাকায় ত্রাণের কাজে আধিকারিকেরা যুক্ত রয়েছেন। সেটিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তবে প্রয়োজনে ওই দুই জেলায় ম্যাপিং করার জন্য কলকাতা থেকে লোক পাঠানো হবে। কমিশন সূত্রের খবর, ‘ম্যাপিং’-এর ক্ষেত্রে সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকার সঙ্গে ২০০২ সালের এসআইআর-তালিকা মিলিয়ে দেখা হচ্ছে। ম্যাপিং’-এ মিল থাকা ভোটারদের নতুন করে নথিপত্র, প্রমাণ বা যাচাইয়ের প্রয়োজন হবে না। ‘ম্যাপিং’-এর তথ্য বুথ লেভেল আধিকারিকদের (বিএলও) অ্যাপে দেওয়া হবে। তা দেখে তাঁরা যাচাই করবেন। একই সঙ্গে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) এবং এইআরও-দেরও নজর রাখতে বলা হয়েছে। গোটা পদ্ধতিতে সরাসরি নজর রাখবে দিল্লির নির্বাচন সদন। গোটা পদ্ধতির অগ্রগতি রাজনৈতিক দলগুলিকে জানানো হবে। রাজনৈতিক দলগুলির মনোনীত বুথ লেভেল এজেন্টদের সঙ্গে নিয়েই সে কাজ হবে বলে কমিশন সূত্রের খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement