লাফিং ক্লাবে গিয়েছিলেন স্ত্রী, সেই ফাঁকে নরেন্দ্রপুরের বাড়িতে নিজের গলা কাটার চেষ্টা বৃদ্ধের!

পরিবার সূত্রে জানা গিয়েছে, মানসের স্ত্রী নন্দিতা স্কুলশিক্ষিকা ছিলেন। তাঁদের দুই ছেলে রয়েছেন। এক ছেলে সেনাবাহিনীতে কর্মরত। অন্য জন দুবাইয়ে থাকেন।

Advertisement
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৩
Share:

একাকিত্ব থেকে চরম পদক্ষেপ বৃদ্ধের! —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ঘরের মধ্যে নিজের গলা কাটার চেষ্টা করলেন বৃদ্ধ! ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার সাহাপাড়ায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, বৃদ্ধের নাম মানস চৌধুরী। তাঁর বয়স ৭৫ বছর। স্ত্রী নন্দিতা চৌধুরী লাফিং ক্লাবে গিয়েছিলেন। তখনই এই কাণ্ড ঘটিয়েছেন মানস।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, মানসের স্ত্রী নন্দিতা স্কুলশিক্ষিকা ছিলেন। তাঁদের দুই ছেলে রয়েছেন। এক ছেলে সেনাবাহিনীতে কর্মরত। অন্য জন দুবাইয়ে থাকেন। বাড়িতে স্ত্রী নন্দিতা এবং তিনিই থাকেন। দু’জনেই রোজ লাফিং ক্লাবে যেতেন। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, শুক্রবার সকালে স্ত্রীর সঙ্গে তিনি লাফিং ক্লাবে যাননি। সেখান থেকে ফিরে এসে নন্দিতা দেখেন, ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন স্বামী। তাঁদের ভাড়াটে রূপা সিংহ জানিয়েছেন, নন্দিতা চিৎকার করে প্রতিবেশীদের সাহায্য চান। সেই শুনে দৌড়ে আসেন সকলে। তাঁরাই উদ্ধার করে বৃদ্ধকে নিয়ে যান হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় নরেন্দ্রপুর থানার পুলিশও।

স্থানীয়দের দাবি, একাকিত্বে ভুগছিলেন বৃদ্ধ। তা থেকে তৈরি হয় অবসাদ। প্রতিবেশী অসিত লাঙল বলেন, ‘‘তিনি দীর্ঘ দিন ধরে অবসাদে ভুগছিলেন। তা থেকেই সম্ভবত আত্মহত্যার চেষ্টা করেছেন। পুলিশ এসে ধারালো অস্ত্র উদ্ধার করে নিয়ে গিয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement