Mamata Banerjee

Alapan Bandyopadhyay: ‘সেলফিশ জায়ান্ট’, আলাপনকে দিল্লির চিঠি প্রসঙ্গে কেন্দ্রকে আক্রমণ মমতার

মমতা বলেন, আলাপন যা-ই করুন তাতে আমাদের পূর্ণ সমর্থন আছে। তবে কেউ যদি গায়ের জোর দেখিয়ে বলে আমরা আইন মানব না তা হলে কারও কিছু করার নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ১৮:২৭
Share:

মমতা বন্দ্যোপাধ্যায় এবং আলাপন বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রের চিঠির জবাবে আলাপন বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপই করুন, তাঁকে পূর্ণ সমর্থন দেবে বাংলার সরকার। আলাপন প্রশ্নে ফের কেন্দ্রকে আক্রমণ করে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মমতার মতে, আলাপনের প্রতি কেন্দ্রের আচরণ ‘সেলফিশ জায়ান্ট’-এর মতো। তিনি বলেন,‘‘কেউ যদি গায়ের জোর দেখিয়ে বলে আমরা আইন মানব না তা হলে কারও কিছু করার নেই।’’

প্রসঙ্গত, অস্কার ওয়াইল্ডের রূপকথার গল্প ‘দ্য সেলফিশ জায়ান্ট’-এ এক হিংসুটে দৈত্য তার বাগানে ছোটদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। গল্পে সেই নোটিস জারি করার পরই দৈত্যের বাগান শুকিয়ে যায়। কেন্দ্রের বিজেপি সরকারকে হিংসুটে দৈত্যের সঙ্গে তুলনা করে মমতা বাংলার ভোটে বিজেপির পরাজয় মেনে নিতে না পারাকেই কটাক্ষ করেছেন বলে মত পর্যবেক্ষকদের।

Advertisement

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর। সেখানে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টাকে দেওয়া কেন্দ্রের চিঠির প্রসঙ্গও ওঠে। জবাবে মমতা বলেন, ‘‘আপনারা আলাপনের মতো একটা অফিসার দেখান তো আমাকে। আলাপন একজন অত্যন্ত যোগ্য অফিসার। সৎ অফিসার। ও সারাজীবন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। ওকে ওর ভাইয়ের মৃত্যুর কয়েকদিনের মধ্যে যেভাবে কেন্দ্র হেনস্তা করা শুরু করেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’’ মমতা বলেন, ‘‘ও দেশের জন্য সারাজীবন কাজ করল আর দেশ এখন ওকে এই প্রতিদান দিচ্ছে! এটা শুধু ওর লড়াই নয় দেশের সমস্ত আইএএস এবং আইপিএস অফিসাররা ওঁর সঙ্গে আছে।’’

আলাপনকে সরকারের তরফে কোনও আইনি পরামর্শ দেওয়া হবে কি না জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ও ওর মতো সিদ্ধান্ত নেবে। তবে যা-ই করুক আমাদের সরকার ওকে পূর্ণ সমর্থন দেবে।’’

আলাপনের প্রতি কেন্দ্রের আচরণ প্রসঙ্গে মমতা বলেন, ‘‘এই বিজেপি-ই আসলে একটা রোগ। এরা নিজেদের হার মানতে জানে না। জনতার রায় মানতে জানে না। সাধারণ মানুষের চাহিদা বোঝে না। এরা আইন মানে না। এখন যদি কেউ ভাবে সেলফিস জায়ান্ট হবে তবে কিছু করার নেই। ’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন