India Pakistan Tension

জাতীয় পতাকা পোড়ানোর ছবি পোস্ট! সহকর্মীদের অভিযোগের ভিত্তিতে বারাসতে গ্রেফতার যুবক

গত শুক্রবার আবু বক্কার ব্লগ নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে জাতীয় পতাকা পোড়ানোর ছবি পোস্ট করা হয়। ওই ছবি আবু নিজে পোস্ট করেছেন বলে দাবি সহকর্মীদের। তাঁরা জানিয়েছেন, বারাসত হরিতলা মোড় সংলগ্ন এলাকায় সোনার দোকানে কাজ করেন আবু।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৫:৪১
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বাংলায় থেকে পাকিস্তানের সমর্থনে সমাজমাধ্যমে একাধিক পোস্ট করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। সহকর্মীদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে পাকড়াও করেছে বারাসত থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আবু বক্কর। আদতে মুর্শিদাবাদের বাসিন্দা ওই যুবক কর্মসূত্রে থাকেন উত্তর ২৪ পরগনার বারাসতের হরিতলা মোড় এলাকায়। সহকর্মীদের অভিযোগ, ভারত-পাকিস্তানের সংঘাতের আবহে আবু এমন কিছু ফেসবুক পোস্টে করেছেন, যাতে তাঁদের ভাবাবেগে আঘাত লেগেছে। অভিযুক্তের ফেসবুক প্রোফাইল থেকে জাতীয় পতাকা পোড়ানোর ছবি পোস্ট করা হয়েছে। সেনাকে নিয়ে কুমন্তব্য করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযুক্তের সহকর্মীরা তাঁর বিরুদ্ধে বারাসত থানায় অভিযোগ করেন শনিবার। তার পরেই পুলিশ পাকড়াও করেছে অভিযুক্তকে।

জানা যাচ্ছে, গত শুক্রবার আবু বক্কার ব্লগ নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে জাতীয় পতাকা পোড়ানোর ছবি পোস্ট করা হয়। ওই ছবি আবু নিজে পোস্ট করেছেন বলে দাবি সহকর্মীদের। তাঁরা জানিয়েছেন, বারাসত হরিতলা মোড় সংলগ্ন এলাকায় সোনার দোকানে কাজ করেন আবু। শনিবার কর্মস্থলে আসতেই তাঁকে ঘিরে ধরেছিলেন সহকর্মীরা। কেন ‘ভারতবিরোধী’ এবং ‘কুরুচিকর’ পোস্ট করছেন তিনি, প্রশ্ন করেন সকলে। তাঁদের কথায় বিশেষ পাত্তা দেননি আবু। এর পরেই তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয়।

Advertisement

অন্য দিকে, যুবককে আটক করে নিয়ে যাওয়ার সময় উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ভারতে বসবাস করে ভারতবিদ্বেষী পোস্ট তাঁরা মেনে নিতে পারছেন না। যুবককে সাবধান করার পরেও তিনি ওই কাজ করে গিয়েছেন বলে অভিযোগ। ধৃতের এক সহকর্মীর কথায়, ‘‘সম্প্রতি মুর্শিদাবাদ থেকে কাজ শেখার জন্য ও বারাসতে এসেছিল। এখানকার একটি সোনার দোকানে কাজ শিখছিল। ওর বিরুদ্ধে থানায় অভিযোগ করার পরে পুলিশ গ্রেফতার করেছে।’’

পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। রবিবার তাঁকে বারাসত আদালতে পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement