পঞ্চায়েতে একের বিরুদ্ধে এক

বিধানসভা ভোটের পর থেকে রাজ্যে আনুষ্ঠানিক ভাবে কোনও বিরোধী জোট নেই। আগামী বছরের পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে শাসক দলের মোকাবিলায় ‘একের বিরুদ্ধে এক’ লড়াইয়ের প্রস্তুতির কথা শুরু হয়ে গেল বিরোধী শিবিরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৭ ০৪:১০
Share:

বিধানসভা ভোটের পর থেকে রাজ্যে আনুষ্ঠানিক ভাবে কোনও বিরোধী জোট নেই। আগামী বছরের পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে শাসক দলের মোকাবিলায় ‘একের বিরুদ্ধে এক’ লড়াইয়ের প্রস্তুতির কথা শুরু হয়ে গেল বিরোধী শিবিরে। বাম, কংগ্রেসের পাশাপাশি বিশিষ্ট জনেদের একাংশ তৃণমূলের জবর-দখল ও দল ভাঙানোর রাজনীতির বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দিয়ে রাখলেন।

Advertisement

ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে সোমবার ‘সেভ ডেমোক্র্যাসি’র উদ্যোগে ‘স্থানীয় স্বায়ত্তশাসন ও গণতন্ত্র’ নিয়ে কনভেনশনে এ নিয়ে কথা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন