Coochbihar

গীতালদহ গুলি কাণ্ডে গ্রেফতার তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ, আইন চলুক আইনের পথে মন্তব্য বিধায়ক জগদীশ বসুনিয়ার

১৯ আগস্ট গীতালদহে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হন। মাফুজার রহমান সহ বেশ কয়েক জনের নামে পুলিশে অভিযোগ দায়ের হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ ০২:৩৬
Share:

গুলি কাণ্ডে অভিযুক্ত মাফুজার রহমানকে গ্রেফতার করল পুলিশ। —নিজস্ব চিত্র।

গত ১৯ শে আগস্ট কোচবিহারের দিনহাটার গীতালদহে গুলি কাণ্ডে অভিযুক্ত বিধায়ক ঘনিষ্ঠ গীতালদহ ১ নম্বর অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় দিনহাটা ১ ব্লকের বিডিও অফিস চত্বর থেকে মাফুজার রহমান নামের ওই অঞ্চল সভাপতিকে গ্রেফতার করা হয়।

গত ১৯ আগস্ট গীতালদহ এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। সেই ঘটনায় আব্দুল জলিল নামে একজন গুলিবিদ্ধ হন। ঘটনায় মাফুজার রহমান সহ বেশ কয়েক জনের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন আব্দুলের পরিবারের সদস্যরা। পুলিশ কয়েকজনকে গ্রেফতার করলেও মাফুজার রহমান পলাতক ছিলেন। মঙ্গলবার মাফুজার রহমানকে পুলিশ গ্রেফতার করে।

Advertisement

সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন,‘‘অভিযুক্তের তালিকায় মাফুজারের নাম রয়েছে তাই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। আইন আইনের পথে চলুক। তাতেই সকলের মঙ্গল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন