Calcutta High Court

জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ কাঁকুড়গাছির বিজেপি কর্মী হত্যা মামলায় জেলবন্দি পুলিশকর্মীরা, মঞ্জুর হল দ্রুত শুনানির আর্জিও

সম্প্রতি পুলিশকর্মী রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। গত ১৮ জুলাই থেকে তাঁরা জেল হেফাজতে রয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৪:১২
Share:

পুলিশকর্মী এবং হোম গার্ডের জামিনের আর্জির দ্রুত শুনানির অনুমতি দিয়েছে হাই কোর্ট। —প্রতীকী চিত্র।

কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিযুক্ত এক পুলিশকর্মী এবং এক হোমগার্ড। বর্তমানে দু’জনেই জেলবন্দি। ওই মামলায় জামিনের আর্জি জানিয়েছেন তাঁরা। জরুরি ভিত্তিতে শুনানির আবেদনও জানিয়েছেন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। দ্রুত শুনানিরও অনুমতি দিয়েছেন তিনি। মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে।

Advertisement

ভোট-পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ নিহত হন বলে অভিযোগ। সম্প্রতি ওই মামলায় ইনস্পেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। গত ১৮ জুলাই থেকে তাঁরা জেল হেফাজতে রয়েছেন। তাঁদের জামিনের আর্জি জানিয়ে হাই কোর্টে আবেদন করেন আইনজীবী রুদ্রদীপ্ত নন্দী এবং অর্ককুমার নাগ।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছিল। ওই সময়েই ভোট-পরবর্তী হিংসায় পূর্ব কলকাতার কাঁকুড়গাছির অভিজিৎ খুন হন। পরিবারের অভিযোগ, ফল প্রকাশের পরেই গলায় তার পেঁচিয়ে ও পিটিয়ে মেরে ফেলা হয় অভিজিৎকে। প্রথমে নারকেলডাঙা থানার পুলিশ ওই ঘটনার তদন্ত চালাচ্ছিল। পরে হাই কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।

Advertisement

সম্প্রতি এই মামলায় একটি অতিরিক্ত চার্জশিট জমা করে সিবিআই। গত শুক্রবার নিম্ন আদালত এই মামলায় নারকেলডাঙা থানার তৎকালীন পুলিশকর্মী রত্না এবং এক হোমগার্ড দীপঙ্করকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। ওই সময় বিচারক মন্তব্য করেছিলেন, ‘‘রক্ষকই ভক্ষক হয়ে গেলে সমাজের কী হবে?’’ এ বার ওই মামলায় অভিযুক্ত পুলিশকর্মী এবং হোমগার্ড জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement