নৈহাটিতে বিজেপির প্রতিবাদ মিছিলে শুভেন্দু অধিকারী ও অন্য নেতারা। —নিজস্ব চিত্র।
গত মাসের ৩১ তারিখ নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের পরে বিজেপির নির্বাচনী কার্যালয় এবং তাদের কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল ‘শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের’ বিরুদ্ধে। তার প্রতিবাদে রবিবার বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে নৈহাটি স্টেশন থেকে মিছিলে যোগ দিয়ে সন্ত্রাসের অভিযোগে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কার্যালয় পরিদর্শন করে বিরোধী দলনেতা বলেছেন, “ইট দিয়ে থেঁতলে তৃণমূল কর্মী খুনের ঘটনায় বিজেপির কী সম্পর্ক? কেমন সন্ত্রাস হয়েছে, তা দেখা যাচ্ছে। মানুষ তৈরি হচ্ছেন, গণবিক্ষোভ তৈরি হবে।” মিছিলে শুভেন্দু ছাড়াও ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ, বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী-নেতা কৌস্তভ বাগচী এবং ভাটপাড়া, চাকদহ, কল্যাণীর তিন বিধায়ক যথাক্রমে পবন সিংহ, বঙ্কিম ঘোষ, অম্বিকা রায়-সহ অন্যেরা।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে