West Bengal SIR

বাংলায় ৯৯ শতাংশের বেশি এনুমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে, জানাল কমিশন, বাকি ১১ রাজ্যের কী অবস্থা?

পশ্চিমবঙ্গে ৯৯ শতাংশের বেশি এনুমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে। রবিবার রাত ৮টার বুলেটিনে এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বাংলা ছাড়াও এই মুহূর্তে দেশের আরও ১১ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর চলছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১৭:২৩
Share:

বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা। —নিজস্ব চিত্র।

পশ্চিমবঙ্গে ৯৯ শতাংশের বেশি এনুমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে। রবিবার রাত ৮টার বুলেটিনে এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বাংলা ছাড়াও এই মুহূর্তে দেশের আরও ১১ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর চলছে। সেখানেও এনুমারেশন ফর্ম বিলির কাজ ৯০ শতাংশ হয়ে গিয়েছে।

Advertisement

কমিশন জানিয়েছে, ১৬ নভেম্বর রাত ৮টা পর্যন্ত পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৯৯.৪২ শতাংশের বেশি ফর্ম বিলি করা হয়ে গিয়েছে। সংখ্যাটা ৭ কোটি ৬১ লক্ষের কাছাকাছি। ৯৯ শতাংশের বেশি ফর্ম বিলি হয়েছে আন্দামান-নিকোবর, গুজরাত, মধ্যপ্রদেশে। ১০০ শতাংশ ফর্ম বিলি হয়েছে গোয়া এবং লক্ষদ্বীপে। সবচেয়ে কম তামিলনাড়ুতে (৯৩.৬৭ শতাংশ)।

শীঘ্রই গোটা রাজ্যে এনুমারেশন ফর্ম বিলির কাজ শেষ করে ফেলতে গত বুধবার রাতেই জরুরি বৈঠকে বসেছিল কমিশন। সূত্রের খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সমস্ত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের (ইআরও) সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেছিল। বৈঠকে ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালও।

Advertisement

গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে এনুমারেশন ফর্ম বিলি করা শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে আসছেন বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। ২০০২ সালের ভোটার তালিকা দেখে সেই অনুযায়ী এই ফর্ম পূরণ করতে হচ্ছে। তার পর তা জমা নিয়ে কমিশনের নির্দিষ্ট অ্যাপে এই সংক্রান্ত তথ্য আপলোড করছেন বিএলওরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement