Calcutta High Court

রাজকুমার মৃত্যুর তদন্ত রিপোর্ট তলব আদালতের

পঞ্চায়েত ভোটের প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত রিপোর্ট সিআইডিকে জমা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা ও রায়গঞ্জ শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৮ ০৪:১৩
Share:

কলকাতা হাই কোর্ট। ছবি: এএফপি

পঞ্চায়েত ভোটের প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত রিপোর্ট সিআইডিকে জমা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী রাজ্যকে ১৩ জুলাই আদালতে রিপোর্ট জমা দিতে বলেন।

Advertisement

উত্তর দিনাজপুরের রহতপুর হাই মাদ্রাসার শিক্ষক রাজকুমার রায়গঞ্জের সোনাপুর জুনিয়র বেসিক স্কুলের ৪৮ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার ছিলেন। ১৪ মে, ভোটপর্ব শেষ হওয়ার পর রাত থেকেই রহস্যজনক ভাবে নিখোঁজ ছিলেন তিনি। পরদিন সন্ধেয় বাঙালবাড়ি ও রায়গঞ্জ স্টেশনের মাঝে সোনাডাঙি এলাকায় রেললাইনের উপর থেকে তাঁর দেহ উদ্ধার করে রেল পুলিশ। ওই ঘটনার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন মৃত শিক্ষকের মা অন্নদা রায়।

এ দিন শুনানিতে রাজকুমারের মায়ের আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায় অভিযোগ করেন, রায়গঞ্জ হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্তের ভিডিও রেকর্ডিং করা হয়নি। শিক্ষকের স্ত্রী অর্পিতা ১৪ মে রাতেই ইটাহারের বিডিওকে স্বামীর নিখোঁজ হওয়ার কথা জানান। বিডিও পুলিশের কাছে অভিযোগ জানাননি বলে অভিযোগ করেছে মৃতের পরিবার। এমনকি, রাজ্য নির্বাচন কমিশনও পুলিশকে কিছু জানায়নি। আইনজীবী আরও জানান, সিআইডি অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করলেও, মৃত্যুর সঠিক কারণ জানতে পুনরায় ময়নাতদন্ত করেনি। সরকারি কৌঁসুলি অমিতেশ বন্দ্যোপাধ্যায় আদালতে দাবি করেন, ১৪ মে রাত পর্যন্ত ভোট হয়। বিডিও পুলিশকে ঘটনাটি জানান ১৫ মে। শি‌ক্ষকের মৃত্যু হয় ট্রেনের ধাক্কায়। ট্রেনের চালক এবং গার্ডের বয়ানও নথিভূক্ত করা হয়েছে।

Advertisement

রাজ্য ভূমিসংস্কার দফতরে করণিক পদে নিয়োগ পেতে চলেছেন রাজকুমারের স্ত্রী অর্পিতা রায়। কয়েকদিন আগেই ওই দফতর থেকে সরকারি অনুমোদনের চিঠি হাতে পান অর্পিতা। সেইমতো বুধবার প্রয়োজনীয় নথি জেলা প্রশাসনের কাছে জমা দেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন