টিএমসিপি-র বৈঠক ডাকলেন পার্থ

কলেজে ভর্তিতে টাকা নেওয়ার অভিযোগকে ঘিরে বিতর্কের জেরে টিএমসিপি-র সংগঠনের রাজ্য সভানেত্রী জয়া দত্তকে সরিয়ে দেওয়া হয়। ছাত্র সংগঠনকে সতর্কও করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৫৫
Share:

ফাইল চিত্র।

তৃণমূলের ছাত্র পরিষদের নতুন কমিটি তৈরির আগে সংগঠনের সদস্যদের মতামত বুঝে নিতে আগামী ৮ সেপ্টেম্বর বৈঠক ডাকলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের সব কলেজ, বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদককে ওই বৈঠকে ডাকা হয়েছে। কলেজে ভর্তিতে টাকা নেওয়ার অভিযোগকে ঘিরে বিতর্কের জেরে টিএমসিপি-র সংগঠনের রাজ্য সভানেত্রী জয়া দত্তকে সরিয়ে দেওয়া হয়। ছাত্র সংগঠনকে সতর্কও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। টিএমসিপি সূত্রের খবর, ৮ তারিখের বৈঠকেও ওই বিষয়ে হুঁশিয়ারি দেওয়া হবে। ওই সংগঠনের নতুন রাজ্য সভাপতি বাছাইয়ের বিষয়েও সেখানে আলোচনা হতে পারে। নতুন কমিটি গঠনের আগে ওই সংগঠনের সব প্রাক্তন সভাপতির সঙ্গেও আলোচনা করার পরামর্শ দিয়েছেন মমতা। পার্থবাবু বলেন, ‘‘টিএমসিপি-র রাজ্য কমিটি গড়তে হবে। তাই সব স্তরের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে হবে। তাঁদেরও জানাতে হবে ছাত্র সংগঠন সম্পর্কে দলের ভাবনা এবং প্রত্যাশা। চূড়ান্ত সিদ্ধান্ত দলনেত্রীই নেবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement