দিলীপকে দেখতে হাসপাতালে পার্থ

দিলীপবাবুর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে এখনও পায়ে জোর পাচ্ছেন না বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৮ ০২:৩৪
Share:

বিজেপির রাজ্য সভাপতির অসুস্থতার খবর শুনে সোমবারই ফোন করে খোঁজ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সল্টলেকের হাসপাতালে দিলীপবাবুকে দেখতে গেলেন। প্রায় ঘণ্টা দেড়েক দুই নেতা নানা বিষয়ে আলোচনা করেছেন বলে বিজেপি সূত্রের খবর। এ দিন ফোন করে দিলীপবাবুর সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। দিলীপবাবুর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে এখনও পায়ে জোর পাচ্ছেন না বলে চিকিৎসকেরা জানিয়েছেন। আগামী দিনে প্রয়োজনে অস্ত্রোপচার করার প্রয়োজন হতে পারে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement