কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়ে রাজভবনে পার্থ

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের পরে এ বার আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিকতা ফেরাতে আচার্য ইতিমধ্যেই কিছু পরামর্শ দিয়েছেন উপাচার্যকে। তা নিয়েই এ দিন শিক্ষামন্ত্রীর সঙ্গে ত্রিপাঠীর কথা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ১৯:১১
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের পরে এ বার আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিকতা ফেরাতে আচার্য ইতিমধ্যেই কিছু পরামর্শ দিয়েছেন উপাচার্যকে। তা নিয়েই এ দিন শিক্ষামন্ত্রীর সঙ্গে ত্রিপাঠীর কথা হয়েছে। পরে পার্থবাবু বলেন, ‘‘রাজ্যপালকে জানিয়েছি, ওঁর বক্তব্যের সময়ে আমরা সহমত। আবার বলছি, শিক্ষা সংক্রান্ত বিষয়ে যে কোনও প্রতিষ্ঠানেরই স্বাধিকার আছে। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো কোনও প্রতিষ্ঠানে আর্থিক বেনিয়মের অভিযোগ এলে সরকার চুপ করে থাকতে পারে না। কারণ, সরকার করদাতা জনগণের কাছে দায়বদ্ধ।’’

Advertisement

রাজ্যপালের মতোই শিক্ষামন্ত্রীও এ দিন ফের বলেছেন, ‘‘শিক্ষক, অশিক্ষক কর্মচারী, ছাত্রছাত্রী-সহ সংশ্লিষ্ট সব মহলের কাছে অনুরোধ করছি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক অবস্থা বজায় রাখতে সহযোগিতা করুন।’’ শিক্ষামন্ত্রী সাক্ষাৎ করে আসার পরে এ দিন রাজভবনে ত্রিপাঠীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কুটা-সহ কলকাতা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী যৌথ মঞ্চের প্রতিনিধিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement