বিশৃঙ্খলা নয়, হুঁশিয়ারি পার্থের

দল বড় হচ্ছে। সামনে বিধানসভা ভোট। এই অবস্থায় দলের ভাবমূর্তির কথা খেয়াল রেখে কোনও অন্যায়ে জড়িয়ে না পড়ার জন্য নেতা-কর্মীদের ফের সতর্ক করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ২১শে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি উপলক্ষে রবিবার হাজরা মোড়ে তৃণমূলের এক সভায় উপস্থিত ছিলেন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থবাবু প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৫ ২২:২৭
Share:

দল বড় হচ্ছে। সামনে বিধানসভা ভোট। এই অবস্থায় দলের ভাবমূর্তির কথা খেয়াল রেখে কোনও অন্যায়ে জড়িয়ে না পড়ার জন্য নেতা-কর্মীদের ফের সতর্ক করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ২১শে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি উপলক্ষে রবিবার হাজরা মোড়ে তৃণমূলের এক সভায় উপস্থিত ছিলেন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থবাবু প্রমুখ। সেই সভাতেই মহাসচিব বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ বাংলার সব মানুষের কাছে নিয়ে যেতে হবে। কোনও প্ররোচনায় পা দেওয়া চলবে না। তৃণমূলের পতাকা নিয়ে কোনও বিশৃঙ্খলা, কোনও অন্যায় চলবে না।’’ সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকেই মমতা সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছেন বলেও দাবি করেন পার্থবাবু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement