দলের ভাবমূর্তি রক্ষার বার্তা অভিষেকের

আনুষ্ঠানিক ভাবে ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু করে দিলেন তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের কলেবর এখন বৃদ্ধি পেয়েছে। ফলে দলের ভাবমূর্তি রক্ষাই যে এখন কর্মীদের প্রধান কর্তব্য, বসিরহাটে শনিবার ২১শে-র প্রস্তুতি সভায় সে কথাই জানিয়ে দিলেন অভিষেক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ১০ জুলাই ২০১৬ ০৩:৪৫
Share:

বসিরহাটের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার। ছবি: নির্মল বসু।

আনুষ্ঠানিক ভাবে ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু করে দিলেন তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের কলেবর এখন বৃদ্ধি পেয়েছে। ফলে দলের ভাবমূর্তি রক্ষাই যে এখন কর্মীদের প্রধান কর্তব্য, বসিরহাটে শনিবার ২১শে-র প্রস্তুতি সভায় সে কথাই জানিয়ে দিলেন অভিষেক।

Advertisement

বিধানসভা ভোটে বিপুল সাফল্যের পরে এ বারের ২১ জুলাইয়ের জমায়েত নিয়ে কৌতূহল রয়েছে রাজনৈতিক শিবিরে। ফলে, যুব তৃণমূল সভাপতি অভিষেক বিভিন্ন জেলা থেকে বিপুল জনসমাগম করার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছেন। কর্মীদের উজ্জীবিত করতে এ দিনের সভায় অভিষেক মানুষের রায়ে তৃণমূলের ২১১ আসনে জেতার প্রসঙ্গ তোলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নে সামিল হতেই মানুষ দ্বিতীয় বার এ রাজ্যে তৃণমূলকে ক্ষমতায় বসিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তখনই কর্মীদের বোঝান, ‘‘উন্নয়নে মানুষ যে ভাবে সাড়া দিয়েছেন, তাকে ধরে রাখতে হবে। এমন কোনও কাজ কেউ করবেন না, যাতে কোনও ভাবে দলের সুনাম নষ্ট হয়।’’ এর পরেই ভোটে জোটের ভরাডুবির প্রসঙ্গে তাঁর কটাক্ষ, ‘‘সিপিএম ও কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র নিজেই হেরে গিয়েছেন। মানুষ ওদের প্রত্যাখান করেছে।’’ আগামী দিনে তৃণমূলের প্রতি মানুষের ভরসা থাকবে এই আত্মবিশ্বাসে অভিষেক বলেন, ‘‘বাংলায় আর কোনও দিন লাল আলো জ্বলবে না! সেই কারণে বাংলায় আর দুর্নীতিও হবে না। চারিদিকে শুধু উন্নয়নই হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন