রাজ্য পরিবহণ দফতর চালু করল ‘পথের দিশা’ মোবাইল অ্যাপ। বুধবার সেটির উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বার যাত্রীরা ওই অ্যাপে যে কোনও সরকারি বাসের অবস্থান জানতে পারবেন। আপাতত ৭০০টি বাসের অবস্থান ওই অ্যাপে জানা যাবে। ধাপে ধাপে শহরের সমস্ত সরকারি বাস, ট্রাম, লঞ্চ— সব কিছুর অবস্থানই জানা যাবে। কোনও বাসে উঠে নিরাপত্তার স্বার্থে যাত্রীরা অ্যাপের মাধ্যমে বাসের অবস্থান জানাতে পারবেন নিকটাত্মীয় বা প্রশাসনকে। অন্য দিকে, নতুন মোড়কে চালু হল পরিবহণ দফতরের ওয়েবসাইট। সাইটে রাজ্যের সমস্ত নিগমের বাস, ট্রাম ও ফেরি পরিষেবার তথ্য থাকবে। থাকবে দূরপাল্লার বাসের সময়ও। আপাতত কলকাতার বাসের তথ্য মিলবে। ধাপে ধাপে সারা রাজ্যের বাসের তথ্যই দেওয়া হবে। থাকবে পরিবহণ দফতর সংক্রান্ত সব তথ্য।