Saugata Roy

হাসপাতালে সৌগতের কাছে কংগ্রেস নেতারা

বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে গিয়ে বৃহস্পতিবার বিকালে সাংসদের সঙ্গে দেখা করে আরোগ্য কামনা করেছেন শুভঙ্কর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২৫ ০৮:৪২
Share:

হাসপাতালে সৌগত রায়কে দেখতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। —ফাইল চিত্র।

তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়ার আগে অসুস্থ হয়ে পড়েছিলেন দমদমের সাংসদ সৌগত। তাঁর পেসমেকার বসাতে হয়েছে। বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে গিয়ে বৃহস্পতিবার বিকালে সাংসদের সঙ্গে দেখা করে আরোগ্য কামনা করেছেন শুভঙ্কর। তাঁর সঙ্গে ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা (শহর) কংগ্রেস সভাপতি তাপস মজুমদার, শক্তি মৈত্র প্রমুখ। বেশ কিছু ক্ষণ কংগ্রেস নেতাদের সঙ্গে আলাপচারিতা চালিয়েছেন সৌগত। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন