PDS

বিজেপি-বিরোধী ঐক্যে তৃণমূলকেও চায় পিডিএস

ধর্মতলায় দলীয় অবস্থান কর্মসূচি থেকে শুধু বিজেপি-বিরোধী বৃহত্তর ঐক্যের দাবিতেই ফের সরব হল পিডিএস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০২২ ০৮:১৬
Share:

ধর্মতলায় পিডিএসের অবস্থান নিজস্ব চিত্র।

রাজ্য সম্মেলন থেকে পিডিএসের আহ্বান ছিল, ‘বাম বিকল্প’ নয়, ‘বিকল্প বাম’ গড়ে তুলতে হবে। গত সপ্তাহেই বামফ্রন্ট-সহ ১৫টি দলের অবস্থানে গিয়ে পিডিএস নেতৃত্ব বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছিলেন। মূল্যবৃদ্ধি, বেকারি, হিংসা ও নারী নির্যাতন, দুর্নীতির প্রতিবাদে এবং সেচ ও নিকাশি ব্যবস্থার উন্নতির দাবিতে ধর্মতলায় দলীয় অবস্থান কর্মসূচি থেকে শুধু বিজেপি-বিরোধী বৃহত্তর ঐক্যের দাবিতেই ফের সরব হল পিডিএস। ওই সভায় মঙ্গলবার পিডিএসের নেতা সমীর পূততুণ্ড বলেন, ‘‘দেশের মানুষ আজ বিপদগ্রস্ত। বিজেপির জনস্বার্থ-বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। যে সমস্ত দল নিজেদের বিজেপি-বিরোধী বলে দাবি করে, তাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দিল্লিতে যদি সীতারাম ইয়েচুরি এবং মমতা বন্দ্যোপাধ্যায় এক জায়গায় আসতে পারেন, পশ্চিমবাংলায় কেন পারেন না?’’ সভায় বক্তা ছিলেন পিডিএসের রাজ্য সম্পাদক অনুরাধা পূততুণ্ড, রাজ্য সভাপতি সত্যেন রায়-সহ অন্য নেতারাও। সমীরবাবুদের আহ্বানের প্রেক্ষিতে সিপিএম-সহ বাম শিবিরের বড় অংশের প্রশ্ন, ‘বিকল্প বামে’র মধ্যে আবার তৃণমূল কী ভাবে এসে গেল? বাম দলগুলির মধ্যে এত ‘বিভ্রান্তি’ থাকলে মানুষও বিভ্রান্ত হবেন বলে তাঁদের মত। ধর্মতলায় লেনিন মূর্তির পার্কের সামনের ফুটপাথে পিডিএসের অবস্থান কর্মসূচি ঘিরে এ দিন পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছেন পিডিএস নেতৃত্ব। পরে অবশ্য পুলিশের তৈরি ঘেরাটোপের মধ্যে অবস্থান হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন