Samir Putatunda

সমীরের করোনা, মুখ্যমন্ত্রীর ফোন

নবান্নের নির্দেশেই কলকাতা পুরসভার তরফে দ্রুত সমীরবাবুদের থাকার জায়গা স্যানিটাইজও করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২০ ০৫:৪৫
Share:

পিডিএসের রাজ্য সভাপতি সমীর পূততুণ্ড।—ছবি সংগৃহীত।

করোনা সংক্রমণ ধরা পড়েছে পিডিএসের রাজ্য সভাপতি সমীর পূততুণ্ডের। উপসর্গহীন অবস্থায় বাড়িতেই রয়েছেন তিনি। জ্বর বা অন্য কোনও সমস্যাও এখনও নেই। কোভিড পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ আসায় সমীরবাবুকে ফোন করে সোমবার তাঁর শরীরের খোঁজখবর নিয়ে আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের নির্দেশেই কলকাতা পুরসভার তরফে দ্রুত সমীরবাবুদের থাকার জায়গা স্যানিটাইজও করা হয়েছে। পিডিএসের আরও এক নেতার করোনা ধরা পড়েছে। সমীরবাবুর স্ত্রী অনুরাধা পূততুণ্ডের করোনা পরীক্ষা অবশ্য এখনও হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement