রাজভবনে পিডিএস

পিংলায় বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার-সহ দোষী পুলিশ আধিকারিকদের শাস্তির দাবি জানাল পিডিএস। ঘটনার পরে পিংলার ব্রাহ্মণবাড় গ্রামে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন অনুরাধা পূততুণ্ড-সহ পিডিএস নেতারা। রাজভবনে গিয়ে সোমবার পিডিএসের রাজ্য সম্পাদক সমীর পূততুণ্ড, সভাপতি সুভাষ বসু, অনুরাধাদেবীরা গ্রামের মানুষের কাছ থেকে পাওয়া তথ্য রাজ্যপালকে জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০৩:২৮
Share:

পিংলায় বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার-সহ দোষী পুলিশ আধিকারিকদের শাস্তির দাবি জানাল পিডিএস। ঘটনার পরে পিংলার ব্রাহ্মণবাড় গ্রামে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন অনুরাধা পূততুণ্ড-সহ পিডিএস নেতারা। রাজভবনে গিয়ে সোমবার পিডিএসের রাজ্য সম্পাদক সমীর পূততুণ্ড, সভাপতি সুভাষ বসু, অনুরাধাদেবীরা গ্রামের মানুষের কাছ থেকে পাওয়া তথ্য রাজ্যপালকে জানান। এনআইএ আসার খবর পেয়েই পুলিশ ধুয়েমুছে সব সাফ করে দিয়েছে বলে অভিযোগ তুলে দোষীদের শাস্তি দাবি করেন সমীরবাবুরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement