State News

মহালয়া স্পেশ্যাল: আজ পিতৃপুরুষকে জল দেওয়ার দিন

মহালয়ার সকাল মানেই দমকা বাতাসে নাকে এসে লাগে পুজোর গন্ধ। মহালয়া মানেই মায়ের চক্ষুদান, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে স্তোত্রপাঠ, আর অবশ্যই পিতৃপুরুষের উদ্যেশে তর্পণ। আমাদের চিত্রগ্রাহকদের ক্যামেরায় ধরা পড়ল তারই কিছু মুহূর্ত।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১৬:৫৩
Share:
০১ ০৮

তর্পণ কথার অর্থ খুশি করা। মৃত পূর্বপুরুষকে খুশি করতেই তাঁদের উদ্দেশে অন্ন ও জল দান করা হয়।

০২ ০৮

বিদেশিনীর চোখে মহালয়ার সকাল।

Advertisement
০৩ ০৮

মন্ত্রপাঠ? নাকি পড়া মুখস্থ? আহিরীটোলা ঘাটে পিতৃ তর্পণের আগে একটু ঝালিয়ে নেওয়া।

০৪ ০৮

মায়ের আগমণ এ বার নৌকায়। তাই কী মহালয়ার সকালেও আকাশের মুখভার?

০৫ ০৮

‘গ্রহণ করো’। এই কী বলতে চাওয়া?

০৬ ০৮

পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। পিতৃকূলকে জল দিয়ে দেবীপক্ষকে স্বাগত জানানো।

০৭ ০৮

আলো-আঁধারি। নির্মাল্য প্রামাণিকের ক্যামেরায়।

০৮ ০৮

শুধু তর্পণই নয়। দক্ষিণেশ্বর কালীবাড়িতে পড়েছে বিশাল পুজোর লাইনও। ছবি: অমৃত হালদার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement