Birbhum

পরিবেশ বাঁচাতে খোয়াই হাট বন্ধের দাবি আদিবাসী গাঁওতার

খোয়াই হাট আড়ে এবং বহরে ছোটখাটো ছিল এক সময়। গত কয়েক বছরে ওই হাটের আয়তন অনেক গুণ বেড়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২১ ২০:৩৮
Share:

বন দফতরে গিয়ে স্মারকলিপি জমা। নিজস্ব চিত্র

পরিবেশ দূষণের অভিযোগে শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াই হাট বন্ধ করার দাবি তুলল স্থানীয় আদিবাসী সম্প্রদায়। বুধবার এ নিয়ে শান্তিনিকেতনের বন আধিকারিককে স্মারকলিপিও জমা দেয় আদিবাসী গাঁওতা কমিটি। অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে বড়সড় আন্দোলনের হুমকি দিয়েছে সংগঠনটি।

Advertisement

শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াই হাট আড়ে এবং বহরে ছোটখাটো ছিল এক সময়। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েক বছরে ওই হাটের আয়তন অনেক গুণ বেড়েছে। আর তা নিয়েই আপত্তি তুলেছেন হাট লাগোয়া বনের পুকুর এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, ওই হাটকে কেন্দ্র করে পর্যটকদের আগমন ঘটছে এলাকায়। অভিযোগ, পর্যটকদের আগমনে এলাকায় দূষণ মাত্রা ছাড়াচ্ছে। আর তার প্রভাব পড়ছে পরিবেশের উপর এবং বনের পুকুর এলাকার বাসিন্দাদের জীবনযাপনের উপর। এই কারণ দেখিয়ে খোয়াই হাট বন্ধ করার দাবি তুলেছে আদিবাসী গাঁওতা কমিটি।

বুধবার বল্লভপুর শান্তিনিকেতন বনদফতরের আধিকারিককে এ নিয়ে স্মারকলিপিও দেন ওই সংগঠনটির প্রতিনিধিরা। বনদফতর ইতিবাচক পদক্ষেপ না করলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে ওই সংগঠনটি।

Advertisement
আরও পড়ুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement