Dengue

ডেঙ্গির নতুন উপসর্গ নিয়ে উদ্বেগ বাড়ছে শিলিগুড়িতে

ইতিমধ্যেই মারা গিয়েছেন ৪ জন। স্বাস্থ্য দফতরের হিসেবে জুলাই থেকে এ পর্যন্ত শিলিগুড়ি পুর এলাকায় ২৩৫ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে গত অগস্টেই ১৭০ জন। বেসরকারি হিসেবে সংখ্যাটা ছ’শোরও বেশি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৭ ০৩:০৩
Share:

বাড়ছে আক্রান্তের সংখ্যা। ডেঙ্গি নিয়ে উদ্বেগও বাড়ছে শিলিগুড়িতে। ইতিমধ্যেই মারা গিয়েছেন ৪ জন। স্বাস্থ্য দফতরের হিসেবে জুলাই থেকে এ পর্যন্ত শিলিগুড়ি পুর এলাকায় ২৩৫ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে গত অগস্টেই ১৭০ জন। বেসরকারি হিসেবে সংখ্যাটা ছ’শোরও বেশি।

Advertisement

মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিত বিশ্বাস জানান, ডেঙ্গি আক্রান্তদের মধ্যে এ বছর ডায়েরিয়া, অন্ত্রে সংক্রমণের মতো বেশ কিছু নতুন উপসর্গ দেখা যাচ্ছে। অনেকের শরীরে অস্বাভাবিক ব্যথা, রক্তনালী ফুটো হয়ে শরীরে রক্ত জমছে। বিষয়টি উদ্বেগের। এ ব্যাপারে চিকিৎসকদের অভিজ্ঞতা জানতে এ দিন তাঁদের ডেকে আলোচনা করেছেন স্বাস্থ্য আধিকারিকরা। আবার ম্যাক এলাইজা পরীক্ষায় অনেকের ডেঙ্গি না মিললেও তাদের প্লেটলেট কমে যাওয়া, শরীরে ব্যথার মতো ডেঙ্গির উপসর্গ রয়েছে।

শিলিগুড়ি জেলা হাসপাতালে জ্বরে আক্রান্ত প্রায় দু’শো জন রোগী ভর্তি রয়েছেন। তাঁদের একাংশ ডেঙ্গিতে আক্রান্ত বলে মনে করছেন চিকিৎসকরা। জ্বর নিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালেও প্রতিদিনই এক হাজারের মতো রোগী আসছেন। শনিবার ইদের জন্য হাসপাতালের বহির্বিভাগ ছুটি থাকায় জরুরি বিভাগে ভিড় করেন জ্বরের রোগীরা।

Advertisement

নার্সিংহোমগুলিতেও প্রচুর ডেঙ্গির রোগী ভর্তি আছেন। সেবক রোড, বর্ধমান রোড, খালপাড়া, কলেজপাড়া, প্রধাননগরের নার্সিংহোমগুলোর কোথাও ২৫ জন, কোথাও ২০ জন জ্বরের রোগী ভর্তি রয়েছেন। এনএসওয়ান পরীক্ষায় তাঁদের অনেকেরই ডেঙ্গি ধরা পড়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ উঠেছে, জ্বর না কমলেও দু’এক দিন রেখে অনেককেই জেলা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। বাড়ি ফিরে ফের তাঁদের অনেককেই নার্সিংহোমে ভর্তি হতে হয়েছে। ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজয় ঘটক এবং তাঁর মেয়ে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিখিল সাহানি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন