Coronavirus

ট্রেন-বিমান বন্ধের আর্জি

করোনা যে-ভাবে বাড়ছে, তা রুখতেই এই আর্জি বলে জানাচ্ছে রাজ্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২০ ০৪:৫৪
Share:

প্রতীকী ছবি

করোনার দাপট বেশি, এমন পাঁচটি রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ট্রেন ও বিমান আসা আপাতত বন্ধ রাখার জন্য ফের আবেদন জানাল রাজ্য সরকার। করোনা যে-ভাবে বাড়ছে, তা রুখতেই এই আর্জি বলে জানাচ্ছে রাজ্য।

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেন, ‘‘আমরা অনুরোধ করেছি যে-সব রাজ্যে কোভিড কেস খুব বেশি, সেখান থেকে কিছু দিন ট্রেনগুলো যেন বন্ধ রাখা হয়। যখন বাইরে থেকে হাজার হাজার মানুষ আসতে শুরু করল, তখন থেকেই রোগটা বাড়ছে। সেই বাড়তিটাই এখন চলছে।’’

মমতা জানান, কিছু জেলা ঠিক আছে। কিন্তু কয়েকটি জেলায় করোনা বাড়ছে। পরিযায়ী শ্রমিকেরা আসার পরেও আন্তর্জাতিক বিমান, সাধারণ বিমান ও ট্রেন রোজ আসছে। তাঁর কথায়, ‘‘ঘরোয়া বিমান রাজ্যের ভিতরে চলুক, আপত্তি নেই। পাঁচটা জায়গা বাদ দিয়ে অন্য জায়গা থেকে সপ্তাহে বিমান আসুক এক দিন করে। সিভিল এভিয়েশন বা রেল কোনও বিধি-ব্যবস্থা করেনি। এটা আমাদের কাছে বাড়তি বোঝা হিসেবে আসছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন