৫৮ বছর বয়সে এভারেস্ট জয় করলেন দুর্গাপুরের প্রতিবন্ধী পরেশচন্দ্র নাথ

আবার এক বাঙালির এভারেস্ট জয়। কিন্তু এ বারের জয় ভিন্ন। এভারেস্ট ছুঁলেন এক প্রতিবন্ধী। দুর্গাপুর চণ্ডীদাস বাজারে পরেশচন্দ্র নাথের একটি ছোট জামাকাপড় সেলাইয়ের দোকান। পারিবারিক আয়ও যথেষ্ট নয়। ১১ বছর বয়সে এক বাজি দুর্ঘটনায়, বাদ পরে তার বাঁ হাতের কব্জি। কিন্তু, তার অদম্য জেদ এতটুকুও ক্ষুণ্ণ হয়নি। জেদ পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতটিকে পায়ের তলায় রাখার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দূর্গাপুর শেষ আপডেট: ২১ মে ২০১৬ ০৮:০৬
Share:

আবার এক বাঙালির এভারেস্ট জয়। কিন্তু এ বারের জয় ভিন্ন। এভারেস্ট ছুঁলেন এক প্রতিবন্ধী।

Advertisement

দুর্গাপুর চণ্ডীদাস বাজারে পরেশচন্দ্র নাথের একটি ছোট জামাকাপড় সেলাইয়ের দোকান। পারিবারিক আয়ও যথেষ্ট নয়। ১১ বছর বয়সে এক বাজি দুর্ঘটনায়, বাদ পরে তার বাঁ হাতের কব্জি। কিন্তু, তার অদম্য জেদ এতটুকুও ক্ষুণ্ণ হয়নি। জেদ পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতটিকে পায়ের তলায় রাখার।

আরও পড়ুন: বরফে চোখ ঝলসে লুটিয়ে পড়েন ক্লান্ত রাজীব

Advertisement

তিন বারের প্রচেষ্টার পর এ বারে সফল হলেন দুর্গাপুরের প্রতিবন্ধী পর্বতরোহী পরেশবাবু। শনিবার ভোরে তিনি জয় করেন এভারেস্ট শৃঙ্গ। গত ২৫ বছর ধরে হিমালয়ের বহু শৃঙ্গ জয় করেছেন তিনি, তাঁদের মধ্যে রয়েছে কেদারডোম,গঙ্গোত্রী-২, এবং কে.আর.৫। ১৯৮৮ সাল থেকে পরেশবাবুর পাহাড় চড়া শুরু। দ্য জহর ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং এন্ড উইন্টার স্পোর্টস (পাহেলগাম) এ শুরু হয় তাঁর প্রথম প্রশিক্ষণ, তার পরের বছরই দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে নেন আরও একটি বিশেষ প্রশিক্ষণ। ১৯৮৯ সালে তাঁর প্রথম অভিযান। এর পরে আর থেমে থাকেনি তাঁর অভিযান, এখনও পর্যন্ত সফল হয়েছেন ১৪টি অভিযানে। বিভিন্ন পর্বতারোহী সংগঠন সূত্রে জানা যাচ্ছে এই রাজ্য থেকে কোনও প্রতিবন্ধী পর্বতরোহী এভারেস্টের চূড়া ছুঁতে পারেননি, তিনিই প্রথম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন