খগেন মুর্মুর উপর হামলার ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হল হাই কোর্টে। — ফাইল চিত্র।
বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উপর আক্রমণের ঘটনায় এ বার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। ঘটনায় নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস।
খগেনের উপর হামলার ঘটনায় বৃহস্পতিবার হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীর আইনজীবী। জনস্বার্থ মামলা দায়ের করতে চেয়ে আদালতে আবেদন করা হয়। বিচারপতি কৌশিক চন্দ এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। জানানো হয়েছে, এর পর যে দিন অবকাশকালীন বেঞ্চ বসবে, সে দিনই এই মামলার শুনানি হবে। জনস্বার্থ মামলায় এনআইএ তদন্তেরও দাবি করা হয়েছে। আইনজীবীর আবেদন, খগেনের উপর আক্রমণের ঘটনায় জনজাতি আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করার অনুমতি দিক আদালত।
গত সোমবার উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে জলপাইগুড়ির নাগরাকাটায় বিক্ষোভের মুখে পড়েন খগেন এবং শঙ্কর। অভিযোগ, লাঠি, জুতো নিয়ে খগেন এবং শঙ্করের উপর চড়াও হন কয়েকশো মানুষ। নদী থেকে পাথর তুলে তাঁদের গাড়ি লক্ষ করে ছোড়া হয় বলেও অভিযোগ। তাতেই মুখে আঘাত পান খগেন। বাঁ চোখের নীচ থেকে গলগল করে রক্ত ঝরতে থাকে। ধাক্কা দেওয়া হয় শঙ্করকেও। তাঁরও হাতে চোট লাগে। দু’জনকেই পরে হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার শঙ্কর ছাড়া পেলেও খগেন এখনও চিকিৎসাধীন। ওই ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে।