সুকান্তনগরে ডাকাতির ছক, ৪ জনকে আগেই ধরে ফেলল পুলিশ, উদ্ধার অস্ত্রশস্ত্র

বুধবার রাতে সল্টলেকের সুকান্তনগর থেকে ধরা পড়ে ওই চার দুষ্কৃতী। ধৃতেরা কালাম মণ্ডল, হানিফ মণ্ডল, ইদ্রেশ মোল্লা এবং সাহাজুল মণ্ডল। ধৃতদের বৃহস্পতিবার বিধাননগর আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৬ ১৫:১৯
Share:

ডাকাতি হওয়ার আগেই দক্ষিণ ২৪ পরগনার চার কুখ্যাত দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র-সহ হাতেনাতে ধরে ফেলল বিধাননগর পুলিশ।

Advertisement

বুধবার রাতে সল্টলেকের সুকান্তনগর থেকে ধরা পড়ে ওই চার দুষ্কৃতী। ধৃতেরা কালাম মণ্ডল, হানিফ মণ্ডল, ইদ্রেশ মোল্লা এবং সাহাজুল মণ্ডল। ধৃতদের বৃহস্পতিবার বিধাননগর আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

পুলিশ জানায়, ধৃতেরা দক্ষিণ ২৪ পরগনার কুখ্যাত মোবাইল ছিনতাইকারী। এ ছাড়াও আরও নানান অপরাধের সঙ্গে এরা জড়িত। বুধবার রাতে টহলদারির সময়ে প্রথমে ধৃতদের মধ্যে একজনকে সন্দেহজনক ভাবে সুকান্তনগরের মোড়ে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। শুরু হয় নজরদারি।

Advertisement

আরও পড়ুন-‘সরকারের লোকের’ গায়ে হাত ! বিব্রত টিএমসিপি

দেখা যায়, সুকান্তনগরে মেট্রো প্রকল্পের নির্মাণস্থলের পিছনে একটি ঝোপে জড়ো হয়েছে মোট চার জন। অপেক্ষা না করে ধরে ফেলে পুলিশ। তল্লাশি শুরু করতেই ধৃতদের কাছ থেকে মেলে একটি দেশি বন্দুক, এক রাউন্ড গুলি, লোহার রড আর ভোজালি।

ধৃতেরা সুকান্তনগর এলাকায় একটি বাড়িতে ডাকাতি করার পরিকল্পনা করেছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে ধৃতেরা গাড়ি, বাস কিংবা পথচীরীদের মোবাইল ছিনতাই-এর চক্রে জড়িত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন