PM Narendra Modi

এসআইআর আবহের মাঝে বঙ্গ বিজেপির সাংসদদের বৈঠকে ডাকলেন প্রধানমন্ত্রী, সংসদে মোদীর দফতরে বৈঠক বুধবারই

বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ সংসদে প্রধানমন্ত্রীর দফতরে বৈঠকটি শুরু হওয়ার কথা বলে বিজেপি সূত্রে খবর। মঙ্গলবার রাতে পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদের কাছে এই বৈঠকের খবর পৌঁছোয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ০১:১২
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গে বিজেপির সাংসদের নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সংসদে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক হবে। রাজ্যে এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমশ বাড়ছে, ঠিক তখনই বাংলার সকল বিজেপির সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে বসা তাৎপর্যপূর্ণ বলে অনেকে মনে করছেন।

Advertisement

বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ সংসদে প্রধানমন্ত্রীর দফতরে বৈঠকটি শুরু হওয়ার কথা বলে বিজেপি সূত্রে খবর। মঙ্গলবার রাতে পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদের কাছে এই বৈঠকের খবর পৌঁছোয়। বাংলার বিজেপির সাংসদের সঙ্গে বিজেপির গোটা সংসদীয় দলের সমন্বয়কারী হিসাবে যিনি কাজ করেন, সেই খগেন মুর্মুকে প্রথমে এই বৈঠকের কথা জানানো হয়। তার পরে উত্তর মালদহের সাংসদ খগেন বঙ্গ বিজেপির অন্য সাংসদের অবহিত করেন বৈঠকটির বিষয়ে। পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় বিজেপির সাংসদ রয়েছেন ১২ জন। রাজ্যসভায় রয়েছেন দু’জন। প্রত্যেককেই বৈঠকের বিষয় অবহিত করা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।

বুধবার সকালে এই বৈঠকে প্রধানমন্ত্রী কী বিষয়ে আলোচনা করবেন, সে প্রসঙ্গে বাংলার বিজেপির সাংসদেরা কেউই মুখ খোলেননি। বরং বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব মঙ্গলবার রাতে দাবি করেছেন যে, এই বৈঠক একটি ‘রুটিন বৈঠক’। সংসদের প্রত্যেক অধিবেশনের ফাঁকেই প্রধানমন্ত্রী এই ভাবে বিভিন্ন রাজ্যের বিজেপির সাংসদের ডেকে আলাদা করে বৈঠকে বসেন বলে দলের তরফে দাবি করা হয়েছে। কিন্তু এর আগের অধিবেশনে বঙ্গ বিজেপির সাংসদের সঙ্গে প্রধানমন্ত্রীর এ রকম কোনও বৈঠক যে হয়নি, তা-ও বঙ্গ বিজেপির তরফে স্বীকার করা হয়েছে। এক দিকে, পশ্চিমবঙ্গে চলছে এসএইআর। অন্য দিকে, ধরা পড়ছে অবৈধ্য অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফিরে যাওয়ার ছবি। সে সব ঘটনা প্রবাহ নিয়ে বিজেপি-তৃণমূল টানাপড়েন তুঙ্গে। নানা প্রশাসনিক বিষয় নিয়েও কেন্দ্রে মোদীর সরকারের বিরুদ্ধে বাংলার মমতার সরকারের সুর ক্রমশ চড়ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার বিজেপি সাংসদের বৈঠকে বুধবার রাজ্যের এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা হবে বলে রাজনৈতিক শিবিরের ধারণা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement