পাথর ছুড়ে শঙ্কর ঘোষ (বাঁ দিকে) এবং খগেন মুর্মু (ডান দিকে)-দের উপর হামলা হয়েছিল নাগরাকাটায়। —ফাইল চিত্র।
জলপাইগুড়ির নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। সব মিলিয়ে গ্রেফতার হলেন ছ’জন।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। সেই অভিযানে পুলিশের জালে ধরা পড়েন মান্নান সরকার নামে এই ব্যক্তি। বৃহস্পতিবার তাঁকে জলপাইগুড়ি জেলা আদালতে হাজির করানো হবে। এর আগে বিজেপির সাংসদ ও বিধায়কের উপর হামলার ঘটনায় গ্রেফতার হয়েছিলেন পাঁচ জন।
তদন্তকারীদের সূত্রের বক্তব্য, তদন্তের স্বার্থে আরও বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। ঘটনার সঙ্গে জড়িত কাউকেই রেয়াত করা হবে না বলে জানিয়েছে পুলিশ সূত্র। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ বলেন, ‘‘বুধবার রাতে নাগরাকাটা থেকে এই ঘটনায় জড়িত এক জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর নাম মান্নান সরকার। তাঁকে আজ আদালতে হাজির করানো হবে।’’
সম্প্রতি টানা বর্ষণে বিপর্যস্ত হয়েছিল উত্তরবঙ্গ। ক্ষতিগ্রস্ত হয়েছিল নাগরাকাটার বামনডাঙা গ্রাম। সেই এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছিলেন খগেন, শঙ্করেরা। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখানোর সময়েই পাথর ছু়ড়ে হামলা চলে। পাথরের আঘাতে রক্তাক্ত হন খগেন। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন। জখম হন শঙ্করও। যদিও পরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।