Para Teachers' Rally

পার্শ্ব-শিক্ষকদের মিছিল আটকে গ্রেফতার ১৯

লালবাজার থেকে সন্ধ্যায় তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়। পুলিশের বক্তব্য, এন্টালি থানা মিছিলের অনুমতি দেয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ০০:১০
Share:

প্রতীকী চিত্র।

কলেজের ক্যাজ়ুয়াল কর্মচারীদের পরে এ বার কলকাতায় পার্শ্ব-শিক্ষকদের মিছিল আটকে দিল পুলিশ। পার্শ্ব-শিক্ষক সংগঠনের অভিযোগ, এর আগে ৩২ দিনের অনশনের সময়ে রাজ্য সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। তার প্রতিবাদ জানাতে বুধবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল এবং রাজভবনে দাবি জানাতে যাওয়ার কর্মসূচি ছিল। কিন্তু মিছিল শুরুর সময়েই সংগঠনের নেত্রী মধুমিতা বন্দ্যোপাধ্যায়-সহ ১৯ জনকে এ দিন গ্রেফতার করে পুলিশ। লালবাজার থেকে সন্ধ্যায় তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়। পুলিশের বক্তব্য, এন্টালি থানা মিছিলের অনুমতি দেয়নি। ঘটনার প্রতিবাদ জানিয়ে সিটুর রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায় বলেছেন, ‘‘বিজেপি যে ভাবে সারা দেশে মানুষের প্রতিবাদকে স্তব্ধ করতে চাইছে, একই ভাবে এ রাজ্যেও তৃণমূল সরকার ন্যায্য দাবি ও প্রতিবাদের পথ বন্ধ করছে। এ ভাবে গণ-আন্দোলনের গতি রোধ করা যাবে না!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন