Marathon

BJP Marathon: বিজেপির ম্যারাথনে সম্মতি নেই পুলিশের

রেড রোডে সুভাষচন্দ্র বসুর মূর্তি থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি পর্যন্ত ওই দৌড় হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ জুলাই ২০২১ ০৭:৩২
Share:

প্রতীকী ছবি।

করোনা নিয়ন্ত্রণ বিধি চালু থাকা সত্ত্বেও কাল, রবিবার রেড রোডে ম্যারাথন দৌড়ের আয়োজন করেছিল বিজেপির যুব মোর্চা। পুলিশ শুক্রবার বিজেপিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে, করোনা আবহে ওই কর্মসূচিতে অনুমতি দেওয়া হচ্ছে না। তা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্ব।

Advertisement

বিজেপি বৃহস্পতিবার ক‌লকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর)-কে চিঠি দিয়ে জানায়, টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় খেলোয়াড়দের সম্মান জানাতে আগামী রবিবার রেড রোডে একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করছে দলের যুব মোর্চা। রেড রোডে সুভাষচন্দ্র বসুর মূর্তি থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি পর্যন্ত ওই দৌড় হবে। থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ এবং কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। করোনা নিয়ন্ত্রণ বিধি মেনে ৪০ জনের বেশি মানুষ ওই দৌড়ে অংশগ্রহণ করবেন না।

কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর)-এর তরফে এ দিন বিজেপিকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, করোনা নিয়ন্ত্রণ বিধি অনুযায়ী সব ধরনের জমায়েত এখন নিষিদ্ধ। তাই ওই কর্মসূচি করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। যার প্রতিক্রিয়ায় রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের কটাক্ষ, ‘‘করোনা ভাইরাস যে এত রাজনীতি সচেতন, সেটা রাজ্য প্রশাসন না জানালে জানতে পারতাম না! রাজ্যের শাসক দল তৃণমূল পেট্রল-ডিজ়েলের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করলে করোনা ভাইরাস সেখানে ছড়িয়ে পড়ে না! কিন্তু বিজেপি ৪০ জন নিয়ে দূরত্ব বজায় রেখে রাস্তায় নামলে করোনা ভাইরাস হু হু করে সেখানে ছড়িয়ে পড়ে!’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন