Hiran Chatterjee

হিরণের বিরুদ্ধে মামলা দায়ের

সমাজমাধ্যমে সম্প্রতি হিরণ নিজেই বারণসীর ঘাটে ঋতিকার সঙ্গে বিয়ের রীতি পালনের ছবি ‘পোস্ট’ করেছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১১:১৪
Share:

বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ্ময় (হিরণ) চট্টোপাধ্যায়। ফাইল চিত্র।

আনুষ্ঠানিক ভাবে বিবাহ বিচ্ছেদ না-করেই নিজের ব্যক্তিগত সহায়ক ঋতিকা গিরির সঙ্গে দ্বিতীয় বিয়ে করেছেন খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ্ময় (হিরণ) চট্টোপাধ্যায়, এই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন বিধায়কের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। সমাজমাধ্যমে সম্প্রতি হিরণ নিজেই বারণসীর ঘাটে ঋতিকার সঙ্গে বিয়ের রীতি পালনের ছবি ‘পোস্ট’ করেছিলেন। এর পরেই অনিন্দিতা আনন্দপুর থানায় হিরণ ও ঋতিকার বিরুদ্ধে অভিযোগ করেছেন। পুলিশ সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে বধূ নির্যাতন-সহ নানা ধারায় বিধায়কের বিরুদ্ধে মামলা হয়েছে। ঋতিকার বিরুদ্ধেও মামলা হয়েছে। তাঁর বক্তব্যের জন্য ফোন করা হলেও উত্তর দেননি হিরণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন