State News

শাহের সভায় সম্মতি পুলিশের

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর সমর্থনে শহিদ মিনার ময়দানে শাহের ওই সভার জন্য সেনার কাছ থেকে আগেই অনুমতি পেয়েছে বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০১:৪৪
Share:

ছবি: পিটিআই।

পরীক্ষার মরসুম হলেও শহিদ মিনার ময়দানে আগামী ১ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় আপত্তি করছে না পুলিশ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সোমবার বলেন, ‘‘পুলিশ ওই সভায় মৌখিক সম্মতি দিয়েছে।’’ লালবাজার সূত্রেরও খবর, আগামী ১ মার্চ সব নিয়ম মেনে শহিদ মিনার ময়দানে শাহের সভা করা হলে পুলিশের আপত্তি নেই। তাৎপর্যপূর্ণ হল, কলকাতায় ওই সভার ঠিক আগে ২৮ ফেব্রুয়ারি ভুবনেশ্বরে একটি বৈঠকে শাহের সঙ্গে দেখা হওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Advertisement

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর সমর্থনে শহিদ মিনার ময়দানে শাহের ওই সভার জন্য সেনার কাছ থেকে আগেই অনুমতি পেয়েছে বিজেপি। তার পর গত বৃহস্পতিবার লালবাজারের দ্বারস্থ হয়েছিল তারা। তাদের যুক্তি ছিল, ওই সময় রাজ্যে পরীক্ষা চললেও শহিদ মিনার ময়দান যে হেতু বসতি এলাকার বাইরে, তাই সেখানে তাদের সভার অনুমতি পাওয়া উচিত। তবে যে হেতু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পরীক্ষা চলাকালীন রাজ্যের কোথাও মাইক বাজিয়ে অনুষ্ঠানে সাধারণত অনুমোদন দেয় না, তাই শাহের ওই সভা নিয়ে সংশয় ছিলই। এ দিন তা কেটে গেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন