তদন্তে নজর সার্ভারেও

ডানকুনির যুবক সঞ্জয় রায়ের মৃত্যুর তদন্তে এ বার লালবাজারের নজরে অ্যাপোলো হাসপাতালের বিলিং বিভাগের সফ্‌টওয়্যার ও রেডিওলজি বিভাগের সার্ভার। সে সবের ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে বলে লালবাজার সূত্রের খবর।

Advertisement

শিবাজী দে সরকার

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ০১:০১
Share:

ডানকুনির যুবক সঞ্জয় রায়ের মৃত্যুর তদন্তে এ বার লালবাজারের নজরে অ্যাপোলো হাসপাতালের বিলিং বিভাগের সফ্‌টওয়্যার ও রেডিওলজি বিভাগের সার্ভার। সে সবের ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে বলে লালবাজার সূত্রের খবর।

Advertisement

পুলিশ জানায়, ওই যুবকের মৃত্যুর প্রাথমিক তদন্তে হাসপাতালের বিলিং বিভাগের বেশ কিছু ত্রুটি ও গড়মিল সামনে আসে। পরীক্ষা হয়নি এমন কিছু টেস্টের বিলও চাওয়া হয় সঞ্জয়ের পরিবারের কাছে। ওই দুই বিভাগের সার্ভার দেখতে ডাকা হয় লালবাজারের সাইবার বিশেষজ্ঞদের। হাসপাতালে থাকার সময়ে চিকিৎসা বাবদ প্রায় সাত লক্ষ টাকা বিল করা হয়েছিল। মুখ্যমন্ত্রী এক সাক্ষাৎকারে দাবি করেছেন, যকৃতের অপারেশন না হলেও সঞ্জয় রায়ের পরিবারকে সেই ভুয়ো বিলের টাকা দিতে হয়েছে।

অন্য দিকে লরির ধাক্কায় পা হারানো এক রোগীর চিকিৎসা না করে ফেলে রাখার অভিযোগে সিএমআরআই-এর বিরুদ্ধেও মামলা করে তদন্ত শুরু হয়েছে। হাসপাতালের কাছে ওই রোগীর চিকিৎসা সংক্রান্ত নথি চাওয়া হয়েছে। সেই সঙ্গে ওই রোগীকে ভর্তি করানোর দায়িত্ব কোন কোন কর্মী বা চিকিৎসকের উপরে ছিল, তা-ও জানতে চাওয়া হয়েছে। এক পুলিশকর্তা জানান, আজ, শনিবারের মধ্যে হাসপাতালের তরফে সব নথি আলিপুর থানায় জমা দেওয়ার কথা। তা মিললেই গোয়েন্দারা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করবেন। লালবাজার জানায়, গাফিলতি মিললে তাঁদের গ্রেফতারও করা হতে পারে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন