হোমের কর্ণধার অধরা

হোমের আবাসিক কিশোরীদের যৌন নিগ্রহে অভিযুক্ত দিলীপ মহন্তকে এখনও গ্রেফতার করতে পারল না পুলিশ। গ্রেফতারের দাবিতে আন্দোলনে নামল কংগ্রেস। ওই হোমের অব্যবস্থা নিয়েও তারা সরব হয়েছে। বুধবার দক্ষিণ দিনাজপুরের তিওড় এলাকা থেকে বিক্ষোভ ও পথ অবরোধ বালুরঘাট পর্যন্ত ছড়িয়ে পড়ে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৫ ০৩:৩০
Share:

হোমের আবাসিক কিশোরীদের যৌন নিগ্রহে অভিযুক্ত দিলীপ মহন্তকে এখনও গ্রেফতার করতে পারল না পুলিশ। গ্রেফতারের দাবিতে আন্দোলনে নামল কংগ্রেস। ওই হোমের অব্যবস্থা নিয়েও তারা সরব হয়েছে। বুধবার দক্ষিণ দিনাজপুরের তিওড় এলাকা থেকে বিক্ষোভ ও পথ অবরোধ বালুরঘাট পর্যন্ত ছড়িয়ে পড়ে। ঘটনা সামনে আসার পর ৭২ ঘণ্টারও বেশি কেটে গেলে বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তা নিয়ে সরব হন জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায়। তাঁর অভিযোগ, ‘‘বাম আমলে আরএসপি ঘনিষ্ঠ হওয়ার জন্য তিনি পার পেয়ে যান। তৃণমূল আমলে তিনি বালুরঘাটের মন্ত্রীগোষ্ঠীর কাছের লোক হওয়ায় প্রশাসনের একাংশ বিষয়টিকে আড়াল করতে সচেষ্ট রয়েছে।’’ তবে বামফ্রন্ট ও তৃণমূল দুই তরফেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক তাপস চৌধুরী বলেন, ‘‘ছয় কিশোরীকে বালুরঘাটে জনশিক্ষা দফতরের আর্থিক আনুকূল্যে পরিচালিত অন্য একটি মহিলা হোমে রাখা হয়েছে।’’ জেলা পুলিশ সুপার শীশরাম ঝাঝারিয়া বলেন, ‘‘অভিযুক্তদের ধরতে তল্লাশি চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন