Siliguri Abduction Case

দু’লাখ টাকা পুরস্কার ঘোষণা করেও শিলিগুড়ির স্কুলছাত্রের খোঁজ পেল না পুলিশ! রহস্যের জট পাকাচ্ছে সাদা গাড়িও

পাঁচ দিন পার হতে চলল, এখনও শিলিগুড়ির অপহৃত স্কুলছাত্রের খোঁজ পেল না পুলিশ। এ দিকে, কিশোরের হদিস দিতে পারলেই দু’লাখ টাকা পুরস্কার, এই ঘোষণার পরেও তদন্তকারীদের হাতে কোনও তথ্য এসে পৌঁছোয়নি। য

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১৮:১৯
Share:

অপহৃত ঈশান গুরুং। ছবি: সংগৃহীত।

পাঁচ দিন পার হতে চলল, এখনও শিলিগুড়ির অপহৃত স্কুলছাত্রের খোঁজ পেল না পুলিশ। ওই কিশোরের হদিস দিতে পারলে দু’লাখ টাকা পুরস্কার, এই ঘোষণার পরেও তদন্তকারীদের হাতে কোনও তথ্য এসে পৌঁছোয়নি। যার ফলে আরও উদ্বিগ্ন কিশোরের পরিবার। রহস্য আরও বাড়িয়ে তুলছে সেই সাদা গাড়ি, যেটিতে করে কিশোরকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ।

Advertisement

শিলিগুড়ির অদূরে সেবক ফাঁড়ির অন্তর্গত ১০ মাইল বনবস্তি এলাকা থেকে অপহরণ ঈশান গুরুং নামের ওই কিশোরকে গত শনিবার অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। ঈশান শিলিগুড়ির কৃষ্ণমায়া মেমোরিয়াল নেপালি হাই স্কুলের পড়ুয়া। অপহরণের খবর পাওয়ার পরেই সেবক ফাঁড়িতে অভিযোগ দায়ের করে পরিবার। কিন্তু এখনও কিশোরের হদিস পায়নি পুলিশ। তা নিয়ে সোমবার সকালে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভও দেখান পরিবার এবং স্থানীয়েরা। পরে পুলিশের আশ্বাসে তা ওঠে।

প্রত্যক্ষদর্শী সুবীর তামাং জানান, ঘটনার দিন অর্থাৎ শনিবার বিকেল ৫টা নাগাদ রাস্তার পাশে দাঁড়িয়ে ওই কিশোরের সঙ্গে কথা বলছিলেন কয়েক জন। মারুতি ভ্যানের মতো দেখতে একটি সাদা গাড়িতে করে তাঁরা এসেছিলেন। কথা বলতে বলতেই আচমকা স্কুলপড়ুয়াকে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেন তাঁরা। সুবীর বলেন, ‘‘পাশেই জঙ্গল। আমি জঙ্গলেই ছিলাম। বেরিয়ে আসতে আসতেই গাড়িটা নিয়ে ওরা পালিয়ে যায়।’’

Advertisement

পুলিশ সূত্রে খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন, গাড়িটি প্রথমে সেবক ফাঁড়ির দিকে যায়। তার পর সেখান থেকে শিলিগুড়ির দিকে চলে গিয়েছে গাড়িটি। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারীদের একটি সূত্র। পাশাপাশি, ঈশানকে খুঁজে দিলে দু’লাখ টাকা পুরস্কার দেওয়া হবে, এ কথাও মঙ্গলবার জানিয়ে দিয়েছে দার্জিলিং জেলা পুলিশ। পুলিশ জানিয়েছে, যিনি খোঁজ দেবেন, তাঁর পরিচয় গোপন রাখা হবে।

যদিও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে স্থানীয় পঞ্চায়েত সদস্য টোমা ঘোলে। তিনি বলেন, ‘‘পুলিশ পুরোপুরি নিষ্ক্রিয়। তারা কোনও কাজ করছে না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছেলেটা উদ্ধার না হলে আমরা আবার আন্দোলন করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement